E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

২০২৫ জুন ০৩ ১৮:৩৪:৫৬
কুষ্টিয়ায় গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে হেলথ কার্ড ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালের দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ হেলথ কার্ড ও ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য কি ছিল এবং কি ভাবে সকলে সম্পৃক্ত হয়ে গিয়েছিল তা সবার জানা। তখন একটাই উদ্দেশ্য ছিল এখন প্রত্যেকটা ব্যক্তি-ব্যক্তি উদ্দেশ্যে পরিণত হচ্ছে যে কারণেই এত বিভেদ সৃষ্টি হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও ভুয়া মুক্তিযোদ্ধা বের হচ্ছে তাহলে এখানেও সমস্যা থাকতে পারে। আমাদের যাচাই-বাছাই চলছে।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের এমনভাবে সবার কাছে তুলে ধরা হয় যে তারা জনগণের বিপক্ষে কাজ করে বিষয়টি এ রকম না। আমাদেরও কিছু বিধি-বিধান মেনে কাজ করতে হয়। এই পরিবর্তিত বাংলাদেশে এটুকু বলতে পারেন আমরা আপনাদের সহযোদ্ধা।

অনুষ্ঠানে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহামুদ, সিভিল সার্জন ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, আহত জুলাই যোদ্ধা মো: শরিফুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, নাজমুস সাকিব বক্তব্য রাখেন।

এসময় আহত জুলাই যোদ্ধারা অতিদ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান।

(এমজে/এসপি/জুন ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test