E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরনদীতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

২০২৫ জুন ০৪ ১৯:১২:২০
গৌরনদীতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : দুই শতাধিক স্লিপ জালিয়াতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের সচিবকে ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিএফর চাল দিতে বাধ্য করার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে ও বিভ্রান্তিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপি নেতা।

আজ বুধবার বেলা এগারোটার দিকে জেলার গৌরনদী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও মাহিলাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সজল সরকার। লিখিত বক্তব্যে তিনি তার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকাশিত সংবাদের সাংবাদিকদের ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে আইনের আশ্রয় নেয়ার ঘোষণা দিয়েছেন।

বিএনপি নেতা সজল সরকার বলেন, ঈদ-উল আযহা উপলক্ষে সরকারি বরাদ্দের ভিজিএফ’র ১০ কেজি করে চালের জন্য ইউনিয়নের অসংখ্য দরিদ্র পরিবারের নারীরা আমাকে খুব অনুরোধ করেন। যদিও এ স্লিপ দেওয়ার দায়িত্ব ইউপি চেয়ারম্যান ও সদস্যদের। তারপরেও দরিদ্র পরিবারের নারীদের অনুরোধে আমি ১২ জনকে টুকরো কাগজে পরিষদের সচিবের কাছে বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করেছিলাম। এ কারণ ব্যাখা করতে গিয়ে বিএনপি নেতা বলেন, অনেক সময় দেখা যায় বিতরণের পর কিছু চাল উদ্ধৃত্ত থাকে। সম্ভব হলে সেখান থেকে চাল দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে কোনোক্রমে অফিসিয়াল স্লিপ প্রাপ্তদের বাদ দিয়ে নয়।

সজল সরকার বলেন, আমি মাত্র ১২ জন অসহায় দুঃস্থ নারীকে চাল দেয়ার সুপারিশ করলেও সেখানে পুরো বিষয়টি ভিন্নখাতে নিয়ে রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য কতিপয় সংবাদকর্মী যারা ফ্যাসিবাদের দোসর, হলুদ সাংবাদিকতা করছেন তারা বিএনপিকে বিতর্কিত করতে পরাজিত শক্তির সাথে হাত মিলিয়ে দুই শতাধিক স্লিপ জালিয়াতির অপপ্রচার করেছেন। এসময় বিএনপি নেতা সজল সরকার প্রকাশিত সংবাদের সাংবাদিকের কাছ থেকে লিখিতভাবে ব্যাখ্যা এবং ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় তিনি আইনের আশ্রয় নেয়ার কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করে বিএনপি নেতা সজল সরকারের এ বক্তব্যের সময় আপত্তিকর শব্দ ব্যবহার করায় তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বিএনপির নেতার বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন। একপর্যায়ে বিএনপি নেতা সজল সরকার সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ওইসব শব্দের জন্য নিজের ভুল স্বীকার করে বলেন, স্লিপ জালিয়াতির অর্থ হচ্ছে কোন কিছুর হুবহু নকল করে লাভবান হওয়া। আমিতো আমার স্বাক্ষরে সুপারিশ করেছি। অফিসিয়াল কোন স্লিপতো আমি নকল করিনি। সেক্ষেত্রে আমার বিরুদ্ধে স্লিপ জালিয়াতির অভিযোগ কিভাবে তুললেন তা আমার বোধগম্য নয়।

গৌরনদী প্রেসক্লাবের এক সিনিয়র সদস্য বলেন, গণমাধ্যমের স্বাধীনতা হচ্ছে তথ্য প্রমানের ভিত্তিত্বে সংবাদ পরিবেশন করা। সেখানে একজন রাজনৈতিক নেতা সংবাদ সম্মেলনের নামে সাংবাদিকদের সময় বেঁধে মামলার হুমকি দিয়ে চাঁপ সৃষ্টি করা মুক্ত সাংবাদিকতার পরিপন্থী। তিনি আরও বলেন, একটি অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে কিংবা ব্যাখা নিতে এসে সাংবাদিকদের হুমকি দেওয়াকে সংবাদ সম্মেলন বলেনা বরং এটা প্রভাব বিস্তারের চেষ্টা।

(টিবি/এসপি/জুন ০৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test