E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশাল মালিক সমিতির খামখেয়ালি

আগৈলঝাড়া-গৌরনদী-গোপাগঞ্জ-খুলনা রুটে পরিবহন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

২০২৫ জুন ০৫ ১৮:২৫:২৮
আগৈলঝাড়া-গৌরনদী-গোপাগঞ্জ-খুলনা রুটে পরিবহন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশাল-গৌরনদী-আগৈলঝাড়া ভায়া খুলনা রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মালিক সমিতির বিরুদ্ধে। এতে ওই রুট দিয়ে প্রতিদিন চলাচলকারী হাজার হাজার যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছেন। চাঁদা আদায়ের ভীন্ন কৌশল হিসেবে রুটটি বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগি গাড়ির মালিকরা।

গৌরনদী-আগৈলঝাড়া-খুলনা রুটে চলাচলকারী পরিবহন মালিকদের সূত্রে জানা গেছে, গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চালু হওয়ার পর থেকে রুটটি ব্যবহার করে বরিশাল, পটুয়াখালি, কুয়াকাটা, ভোলার যাত্রীরা কম সময়ে গোপালগঞ্জ, খুলনা ও যশোরে যাতায়ত করতো। এই রুটে বিআরটিসি, চাকলাদার, সেভেন ডিলাক্স, সেভেন স্টার সহ কমপক্ষে ১২টি পরিবহনের বাস যাত্রী সেবা দিয়ে আসছিলো। গত এক মাস যাবত সড়কটি দিয়ে কোন পরিবহন যেতে দেওয়া হচ্ছেনা।

রাজিব পরিবহনের সুপারভাইজার সাগর হোসেন, আগৈলঝাড়ার কাউন্টার পরিবহনের মালিকসহ একাধিক গাড়ির সুপারভাইজার-চালকরা অভিযোগ করে বলেন, গৌরনদী ভায়া গোপালগঞ্জ সড়ক দিয়ে খুলনা-যশোরগামী যাত্রীরা স্বল্প সময়ে নিরাপদ ভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারতো। গত এক মাস যাবত গৌরনদী ভায়া গোপালগঞ্জ সড়ক বন্ধ করে দিয়েছে বরিশাল বাস মালিক সমিতির লোকজন। যে কারনে কোন পরিবহন এই রুট ব্যবহার করে যেতে পারছেনা। ফলে টেকেরহাট হয়ে খুলনা-যশোর যেতে হচ্ছে তাদের। এতে একদিকে যেমন যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে, অপরদিকে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দুই ঘন্টা সময় বেশি লাগতেছে।

একাধিক যাত্রীরা অভিযোগ করে বলেন, মালিক সমিতির খামখেয়ালিপনা ও হটকারী সিদ্ধান্তের কারনে যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে। মালিক সমিতির দায়িত্বজ্ঞানহীন এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন এ রুটে চলাচলকারী যাত্রীরা।

সেভেন ডিলাক্স পরিবহনের মালিক ওবায়দুল হক অভিযোগ করে বলেন, বিগত ২০০৯ সাল থেকে বরিশাল ভায়া গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ সড়ক দিয়ে তার পরিবহনসহ একাধিক পরিবহনের বাস চলাচল করে আসছে। এতোদিন কোন সমস্যা না হলেও গত একমাস ধরে এই রুটে সকল পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতির লোকেরা। এতে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি বেড়েছে, অপরদিকে সময় ও তেল অপচয় হচ্ছে। এনিয়ে একাধিকবার মালিক সমিতির সঙ্গে দেনদরবার করেও সুরাহা পাচ্ছিনা। পরিবহন চলাচলের জন্য কোন চাঁদা চাওয়া হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়েই রয়েছে।

এ বিষয়ে বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বলেন, লোকাল যাত্রী পরিবহন করার দায়ে রুটটি বন্ধ করা হয়েছে। রুট বন্ধের ক্ষমতা মালিক সমিতির রয়েছে কিনা জানতে চাইলে তাদের মালিক সমিতির অফিসে যেতে বলেন।

এ বিষয়ে বরিশাল বিআরটিএ’র বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান বলেন, রুট বন্ধ করার ক্ষমতা বাস মালিক সমিতির নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/জুন ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test