E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাঙ্খিত বেচাকেনা না হওয়ায় হতাশ ফরিদপুরের কামাররা

২০২৫ জুন ০৬ ১৬:১০:১৯
কাঙ্খিত বেচাকেনা না হওয়ায় হতাশ ফরিদপুরের কামাররা

দিলীপ চন্দ, ফরিদপুর : আগামী শনিবার অনুষ্ঠিত হবে ইসলাম ধর্মালম্বীদের ‌অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আজহার পশু জবাইয়ের ‌অন্যতম উপকরণ হচ্ছে লোহার অস্ত্রপাতি।কিন্তু ফরিদপুরে কাঙ্খিত বেচাকেনা করতে না পেরে ‌হতাশ হয়েছেন কামাররা। 

তারা বলছেন, গতবারের থেকেও এবার অনেক কম সংখ্যক ‌ অস্ত্রপাতি বেচাকেনা করতে পেরেছেন তারা।

এ ব্যাপার আলিপুর নতুন ব্রিজের ব্যবসায়ী বাদল কর্মকারের সাথে কথা বলে জানা গেছে, এ বছর তাদের কাঙ্ক্ষিত বেচাকেনা হয়নি। বরঞ্চ গতবছরের থেকেও অনেক কম সংখ্যক অস্ত্রপাতি বিক্রি করতে পেরেছেন তিনি।

তিনি বলেন, তার কাছে যে সমস্ত অস্ত্রপাতি রয়েছে তারমধ্যে একটি চাপাতি ‌১ হাজার ৫০ টাকা থেকে ১২০০ টাকা, ছোট চাকু ২০০ টাকা, মাঝারি চাকু ৬০০ টাকা, বড় চাকুর বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকার মধ্যে। তবে তাতেও তেমন কোন ক্রেতাদের সাড়া পাওয়া যাচ্ছে না। এর কারণ হিসেবে মানুষের হাতে পয়সা নেই বলে মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার হয়তো বেচাকেনা ভালো হবে বলে ‌আশাবাদ ব্যক্ত করেন তিনি।

(ডিসি/এসপি/জুন ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test