E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে বসবাস ও ভোগদখলে না থেকেও বন্দোবস্ত দলিল

৩১ বছর পর ১৮টি পরিবারকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা

২০২৫ জুন ০৬ ১৬:১৮:২৬
৩১ বছর পর ১৮টি পরিবারকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামে বসবাস ও ভোগদখলে না থাকার পর ৩১ বছর পর ১৮টি পরিবারকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা চলছে।  এ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশাঙ্কা দেখা দিয়েছে। প্রতিকার চেয়ে মহান স্বাধীনতার পর থেকে বসবাসকারি ১৮টি পরিবারের পক্ষ থেকে গতকাল বুধবার সেনাক্যাম্প, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর আবেদন করা হয়েছে।

মীরগাং গ্রামের সুবোধ চন্দ্র গাইনের ছেলে দীলিপ কুমার গাইন জানান, ১৯৬২ সাল থেকে ১৯৬৫ সালের মধ্যে পাঁচটি দলিল মূলে তারা পাঁচ ভাই ও বাবা তাদের মামা কালিপদ মণ্ডলের কাছ থেকে ৪৮ বিঘা জমি কেনেন। মামার ১৪০ বিঘা জমির মধ্যে ১৪ বিঘি জমি ভূলবশতঃ ‘ক’ তপশীলে চলে যায়। ওই জমির মেেধ্য কিছুটা মান্দার নদীর বেড়িবাঁধের ভিতরে ও কিছুটা মীরগাং বিলে ও এক একর ৭৮ শতক জমি তাদের কেনা জমির সামনে বনবিবি মন্দিরের সামনে থেকে নিতাই মণ্ডলের বাড়ির সামনে। ‘ক তপশীলভুক্ত’ হওয়ার আগে থেকেই তিনি, সুবাল মণ্ডলের স্ত্রী লক্ষী রানী মণ্ডলসহ ১৮টি পরিবার ওই জমিতে বসতঘর, রান্না ঘর, গোয়ালঘর বানিয়ে বসবাস করাসহ গাছগাছালি লাগিয়ে ও ফসল ফলিয়ে শান্তিপূর্ণ ভোগ দখলে রয়েছেন।

ওই জমির মধ্যে এক একর দেবেন্দ্রনাথ ভাংগীর স্ত্রী পঁচি বিবি ও মিজানুর রহমান ও তার স্ত্রী ফাতেমা খাতুন ৬০ শতক জমি যথাক্রমে ১৯৯৩ ও ১৯৯৪ সালে সংশ্লিষ্ট তহশীলদারকে ম্যানেজ করে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়েছেন মর্মে তারা সম্প্রতি জানতে পারেন। এমনকি লক্ষীরানী মণ্ডলের বাবা মৃত বিহারী ম-লের সমাধি ভেঙে গুড়িয়ে দিয়ে জমির সীমানা বেড়া ভেঙে ২০১১ সালে ১৯ শতাংশ জমি জবরদখল করেন ফাতেমা ও মিজানুর রহমান। ভাঙচুরেও জবরদখলে বাধা দেওয়ায় তিনি (দীলিপ)সহ ভাই তপন গাইন, কমলেশ গাইন ও তুষারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। অন্যদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালেও তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। ফাতেমা ও মিজান জমি নিয়ে আর কোনদিন ঝামেলা করবে না এমন প্রতিশ্রুতি দেওয়ায় মামলা করেননি তারা। ওই জমির বন্দোবস্ত বাতিল করে তাদেরকে বন্দোবস্ত দেওয়ার জন্য আবেদন করেনর তারা।

দীলিপ গাইন আরো জানান, পচি ভাংগী ও ফাতেমা তথ্য গোপন রেখে বন্দোবস্ত দলিল কর নিলেও শ্যামনগর সহকারি কমিশনার (ভূমি) এর অফিস থেকে কোন দিনও জমি মেপে বুঝিয়ে দিতে আসেনি। সম্প্রতি ১২ মার্চ ফাতেমার এক অভিযোগের ভিত্তিতে সার্ভেয়র অমল কুমার ঘোষ তাকেসহ ১১ জনকে নোটিশ করেন। ২৩ মার্চ তারা সহকারি কমিশনারের অফিসে হাজির হয়ে ওই জমিতে বসবাস করা ও ভোগদখল করার বিষয়টি তুলে ধরেন। ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও সার্ভেয়র সরেজমিনে ওই জমি তদন্তে এসে ঘটনার সত্যতা পান। এবং অবৈধ বন্দোবস্ত দলিল গ্রহীতাদের দলিল বাতিল করে তাদের নামে দলিল দেওয়ার আবেদন অনুযায়ি কার্যক্রম চালানোর আবেদন করেন তারা। এরপরও ফাতেমা, মিজানুর রহমান কৌশলে পচি ভাঙ্গীর পরিবারের সদস্যদের হাতে নিয়ে তাদের সীমানা প্রাচীর ওবাড়ি ঘর ভাংচুর করে জবরদখলের চেষ্টা চালাচ্ছেন। তারা হুমকি দিয়েছে যে ঈদের লম্বা ছুটি শুরুতেই এ জবরদখল করবে। এ নিয়ে তারা আতঙ্কে রয়েছেন।

মীরগাং গ্রামের মাখন লাল গাইনের ছেলে হরিশ্চন্দ্র গাইন বলেন, তার দাদা কালিপদ মণ্ডলের জমি ভুলবশতঃ ১৪ বিঘা খাস হয়ে গেলে তারা আইনি প্রক্রিয়ায় জমির রেকর্ড সংশোধনের চেষ্টা করে যাচ্ছেন। তা ছাড়া ওই জমির মধ্যে এক একর ৭৮ শতক তার পিসতুত ভাইদের ভোগদখলে কোন আপত্তি না থাকায় দীলিপ ও তার ভাইসহ ১৮টি পরিবার সেখানে বসবাস করে। বন্দোবস্ত পেলে দীলিপ গাইন ও তাদের শরিকরা পাবেন। এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কায় তিরি কালিগঞ্জ সেনা ক্যাম্প, সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
তবে পচি ভাংগীর ছেলে জঙ্গল ভাংগী বলেন, তিনি বিরোধ চান না। তাদের পরিবারের দুইজন সুন্দরবনে মাছ ধরতে যেয়ে বাঘর আক্রমণে মারা গেছেন। তাদের পরিবার ও নিজেদের সুবিধার্থে দীলিপ গাইন তাদের রেকডীয় ১২ কাঠা জমি তাদেরকে বিনিময় সূত্রে দিয়েছেন। আর কিছু দিলে তাদের সঙ্গে বিরোধ মীমাংসা হয়ে যাবে।

মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সঞ্জয় কুমার রায় বলেন,১ একর ৭৮ শতক জমিতে দীলিপ গাইনসহ ১৮টি পরিবারের বাড়ি ঘর ও ভোগদখল থাকা অবস্থায় ফতেমা ও পচি ভাংগী ১ একর ৬০ শতক জমি বন্দোবস্ত নিয়েছেন। ওই জমি সম্প্রতি দখল করতে চাওয়া নিয়ে ফতেমা একটি আবেদন করেন। অংশ বিশেষ ছেড়ে দিয়ে উভয়পক্ষকে শান্তিপূর্ণ বসবাসের চেষ্টা চালানো হচ্ছে। এখনও কোন সিদ্ধান্ত হয়নি। এ মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে তিনি মনে করেন।

(আরকে/এসপি/জুন ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test