E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা পরিবহন কাউন্টার গুলোতে মনিটারিং শুরু 

২০২৫ জুন ০৬ ১৬:২৮:৩৫
সাতক্ষীরায় ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা পরিবহন কাউন্টার গুলোতে মনিটারিং শুরু 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা প্রশাসধ ও পুলিশ, মালিক ও শ্রমিক সংগঠনসহ বিআরটিএ'র সমন্বয়ে গঠিত ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরার ঢাকা গামি সকল পরিবহন কাউন্টারে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সরকার নির্ধারিত ভাড়া ব্যতীত অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, যাত্রীদের সাথে আচার-আচারণ ও ভালো ব্যবহার হচ্ছে কিনা মনিটারিং শুরু হয়েছে।

ভিজিলেন্স টিম কর্তৃক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সঙ্গীতা সিনেমা হলের সামনে অবস্থিত পরিবহন কাউন্টার গুলোতে ভাড়া সংক্রান্ত মনিটরিং করা হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর জানান, সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনের লক্ষ্যে নির্বিঘ্নে ও নিরাপদ ভাবে মানুষের ঘরে ফেরা ও চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আলোকে বিআরটিএ সদর কার্যালয়ের চেয়ারম্যান মোঃ ইয়াছিন এর নির্দেশনা ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে এবং সাতক্ষীরার জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের পরিচালনায় ভিজিলেন্স টিম কর্তৃক পরিবহন কাউন্টার গুলোতে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় ও আগত যাত্রী সাধারণগনের সাথে ভালো আচরণ হচ্ছে কিনা এ সকল বিষয়ে মনিটারিং করা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, এ টিমের কার্যক্রম আসন্ন ঈদুল আযহা' ও ঈদ পরবর্তী কার্যক্রম চলমান থাকবে।

(আরকে/এসপি/জুন ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test