E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বিজেআরআই তোষা পাট-৯ জাতের প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

২০২৫ জুন ০৬ ১৬:৫৭:৫৯
ফরিদপুরে বিজেআরআই তোষা পাট-৯ জাতের প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিজেআরআই তোষা পাট-৯ জাতের উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ ও কৃষকদের প্রশিক্ষণের লক্ষ্যে ফরিদপুরে পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রে একটি মাঠ দিবস ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই-এর মহাপরিচালক ড. নার্গীস আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেআরআই-এর প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ড. রনজিৎ কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিসি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ড. মো. লুৎফর রহমান। কর্মসূচিটি উপস্থাপনা করেন পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, ফরিদপুরের প্রধান ড. মজিবর রহমান।

কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক পাট চাষী অংশ নেন। তারা উচ্চ ফলনশীল তোষা পাট-৯ জাত সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান এবং এর প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। উপস্থিত কৃষকদের মধ্যে অনেকেই ইতিমধ্যে এই জাতের পাট চাষ করেছেন এবং এর উৎপাদন ফলাফল দেখে বিস্মিত হয়েছেন। তারা দেশব্যাপী এই জাতের চাষ সম্প্রসারণের জন্য মাঠপর্যায়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. নার্গীস আক্তার বলেন, "বিজেআরআই তোষা পাট-৯ জাত উচ্চ ফলনশীল এবং এর গুণগত মান অত্যন্ত উৎকৃষ্ট। আমরা কৃষকদের পাশে থেকে এই জাতের চাষ সম্প্রসারণে সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করছি।” তিনি কৃষকদের উৎসাহিত করতে এই জাতের বৈশিষ্ট্য তুলে ধরেন এবং তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

এই কর্মসূচি কৃষকদের মাঝে তোষা পাট-৯ জাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি পাট চাষে আধুনিক প্রযুক্তি প্রয়োগে উৎসাহিত করেছে।

(ডিসি/এসপি/জুন ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test