E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লঞ্চঘাট থেকে ২ ছিনতাইকারী আটক, এক মাসের কারাদণ্ড

২০২৫ জুন ০৬ ১৭:০১:৫৪
লঞ্চঘাট থেকে ২ ছিনতাইকারী আটক, এক মাসের কারাদণ্ড

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় ছিনতাইয়ের সময় দুই মাদকসেবীকে আটক করেছে নৌ-পুলিশ। আটককৃতদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে এগারোটার দিকে লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী নাথ সাহা।

আটককৃতরা হলেন, মানিকগঞ্জ সদর থানার মৃত আব্দুল হকের ছেলে হৃদয় হোসেন (৩০) এবং একই জেলার দৌলতপুর থানার হানিফের ছেলে মুহিদুল ইসলাম (৩৫)।

জানা যায়, আজ সকাল ১১ টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান অপূর্ব ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তারা নিজেদের মাদক সেবী হিসেবে পরিচয় দেয় এবং জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করে বলে জানায়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন,উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় যাত্রীদের মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের প্রাক্কালে নৌ-পুলিশের হাতে দুইজন মাদকসেবী আটক হয়। এ সময় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, যাত্রী সাধারণের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক কাজ করে।

(ওএস/এসপি/জুন ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test