তাহলে কি বলির পাঠা হয়েছেন নগরকান্দা থানার ওসি সফর আলী?

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : নিজের স্কুল পড়ুয়া ছোট বোন ইভটিজিং এর শিকার হলে তার বিচার চাইতে গিয়ে গত ৩০ মে বিকেলে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায়, ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব বৈশাখী ইসলাম (বর্ষা) ও তার বাবা বাবু শেখ-এর ওপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে বৈশাখীর কান্না জড়িত কন্ঠে হামলার ঘটনার বর্ণনা দিয়ে করা একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা মুহুর্তেই ভাইরাল হয়। সেই সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের ওপর এমন নেক্কারজনক হামলার ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। পাশাপাশি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সাথে ওই খবরটি প্রকাশ করে। হামলার শিকার শিক্ষার্থী বৈশাখী ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এরই ধারাবাহিকতায় গত ১ জুন নগরকান্দা থানার ওসি সফর আলীকে প্রত্যাহার করে পুলিশ প্রশাসন।
কিন্তু ওসি সফর আলীর প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে নগরকান্দা থানার সাধারণ মানুষের চোখে মুখে কেমন যেনো একটা হতাশা ও কষ্টের কালো ছায়া আচ্ছন্ন করে। মনে হয় যেনো তারা তাদের আপনজনকে হারিয়ে ফেলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নির্দোষ দাবি করে অনেককেই পোস্ট ও মন্তব্য করতে দেখা যায়। নগরকান্দা এলাকার বেশকিছু বাজার ঘাট ও চা'য়ের দোকানের আলোচনায় ওসি সফর আলীকে একজন সৎ, নিরপেক্ষ ও জনবান্ধন পুলিশ অফিসার দাবি করে তাঁর ভুয়সী প্রশংসা করতে শোনা যায়। নগরকান্দা থানার অতি সাধারণ মানুষগুলোর কাছে একজন পুলিশ অফিসারের প্রতি এতোটা শ্রদ্ধাবোধ ও ভালোবাসায় দেখে অনুপ্রাণিত হয়ে তিনটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে উত্তরাধিকার ৭১ নিউজ। আর তা হচ্ছে: ১. হামলার ঘটনার পর বৈশাখী ও তাঁর পরিবার আইনী সহায়তা কতোটা পেলেন? ২. পুলিশের ভুমিকা কেনো প্রশ্নবিদ্ধ হলেছিলো? এবং ৩. এতো সংখ্যক সাধারণ মানুষ কেনো একজন সফর আলীকে এতো ভালোবাসেন?
প্রথম প্রশ্নের উত্তর খুঁজতে কথা হয় ওইদিনের ভুক্তভোগী ও ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব বৈশাখী ইসলাম (বর্ষা)-এর সাথে। তিনি এখনও পুরোপুরি সুস্থ হননি জানিয়ে ওই দিনের ঘটনার বর্ণনা দেন। গত ৩০ মে নগরকান্দা থানায় বৈশাখীর অভিযোগ, স্থানীয় জনতা এবং থানা পুলিশের একাধিক পুলিশ সদস্যদের সাথে কথা বলে এতোটুকু নিশ্চিত হওয়া গেছে, 'বৈশাখী ৩০ মে যখন নগরকান্দা থানায় যান তখন ওসি সফর আলী একটি ডাকাতি মামলার তদন্তের কাজে থানায় বাইরে ছিলেন, যা থানার প্রায় সকল পুলিশ সদস্যই জানতেন। থানা পুলিশের মরামর্শে বৈশাখী তখন থানায় কর্মরত ডিউটি অফিসার এএসআই জাহাঙ্গীর এর কাছে তার অভিযোগটি জমা দেন, যা পরে ইনডোর্স করে দেন নগরকান্দা থানার সেকেন্ড অফিসার আমিরুল ইসলাম। বৈশাখীর অভিযোগপত্রেও আমিরুল ইসলামের সাইন রয়েছে। আমিরুল ইসলাম ওসি সফর আলীর পক্ষে স্বাক্ষর করেছিলেন কারণ, তখন ওসি সফর আলী থানায় ছিলেন না। বৈখাশীর কাজ হয়ে যাওয়ায় তিনি আর ওসিকে ফোন করে ডিস্টার্ব করেননি।
অন্যদিকে ওসি সফর আলী থানার বাইরে থাকলেও তাঁর অনুপস্থিতে এসব জরুরি অভিযোগ গ্রহণে তাঁর অনুমতির প্রয়োজনও নেই মর্মে সহকর্মীদের নির্দেশনা আগেই দিয়ে রেখেছিলেন সফর আলী। যা ওসির সকল সহকর্মী অবগত ছিলেন বিধায় তারাও কেউ সফর আলীকে ফোন করে বাাপারটা তাৎক্ষণিকভাবে জানাননি। যেহেতু ওসির পুর্ব নির্দশনা ছিলো, তাই হয়তো পুলিশ সদস্যরাও এটির এতোটা গুরুত্ব দেননি। বৈশাখীর ওই অভিযোগের ভিত্তিতে জরুরী ডিউটিতে যাওয়ার কথা ছিলো নগরকান্দা থানার এসআই আমিনুর রহমান মিয়া'র। কিন্তু আমিনুর যাইতে দেরি করেন, বা যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হতে পারেননি। সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে, বৈশাখীকে চুলে ধরে যখন ফেলে দেওয়া হয়, তখন নাকি এসআই আমিনুর ঘটনাস্থলের নিকটেই ছিলেন কিন্তু তিনি কোনো বলে ঘটনার পর অভিযোগ করেছিলেন ভুক্তভোগী বৈশাখী।
এদিকে বৈশাখী উত্তরাধিকার ৭১ নিউজকে আরো জানান, 'ওসি সফর আলী কেনো প্রত্যাহার হয়েছেন তা জানিনা। আর আমার ঘটনার কারণে ওসি প্রত্যাহার কেনো হবেন? তিনি তো আমার অভিযোগ দেওয়ার সময়ও থানায় উপস্থিত ছিলেন না। আমার ওপর হামলার সময়েও ঘটনাস্থলে অনুপস্থিত ছিলেন। আমার পরিবার বা সংগঠনের কেউ তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগও করেন নাই। বরং আমি বা আমার পরিবার নগরকান্দা থানার ওসি স্যার ও সেকেন্ড স্যারের কাছে কৃতজ্ঞ এজন্য যে, আমার ঘটনা জানার পর তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তিনটি মামলা গ্রহণ করেন, আমার প্রধান অভিযুক্ত আসামিসহ তাঁরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছয়জন আসামিকে গ্রেফতার করেছেন।'
বৈশাখী আরো জানান, 'আমি পরে জানতে পেরেছি, আমার ওই ঘটনা জানার পর ওসি থানায় না থেকেও সেকেন্ড অফিসারকে তাৎক্ষণিকভাবে তার গাড়ী দিয়ে আমার ঘটনাস্থলে পাঠিয়ে দেন। তখন হয়তো সেকেন্ড স্যার না আসলে তো আমাকে তারা মেরেই ফেলতো। ওসি স্যার ও সেকেন্ড স্যারকে এজন্য আমি ধন্যবাদ জানাতে চাই।'
এছাড়া 'শুধু ওসি সফর আলী নয়, নগরকান্দা থানার কোনো পুলিশের ওপরই তাঁর কোনো অভিযোগ নেই বলেও জানান ভুক্তভোগী শিক্ষার্থী বৈশাখী।
এদিকে, উপরে উল্লেখিত তিন প্রশ্নের দুই নম্বর প্রশ্নের উত্তর খুঁজতে উত্তরাধিকার ৭১ নিউজের অনুসন্ধান টিম নিজেই কনফিউজড হয়ে পড়েন এই অর্থে যে,- 'কাকে দিবো এর দায়, নির্দোষীকে যখন শিকল পড়ানো পায়।' যাহোক, অনুসন্ধানকালে ভুক্তভোগী বৈশাখী যে ওসি সফর আলী সম্পর্কে খুব স্পষ্ট বক্তব্য দিয়েছেন, তাতে প্রমাণ হয় যে, বৈশাখী ঘটনায় ওসি সফর আলীর শাস্তি নয় বরং তাঁর পুরস্কৃত হওয়া উচিত ছিলো!
এছাড়া, বৈশাখী ইস্যুতে অনুসন্ধানকালে উত্তরাধিকার ৭১ নিউজ টিম জানতে পারে, 'ঘটনা ঘটার আগে বৈখাশীর থানায় করা অভিযোগ সম্পর্কে জানা ছিলোনা ওসি সফর আলীর। কারণ সফর আলী একটি ডাকাতির ঘটনা তদন্তে বাইরে ছিলেন। প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো সেদিন। যখন ঘটনা প্রথম জানতে পারেন সফর আলী, তখনই তিনি তাৎক্ষণিকভাবে নিজের গাড়ীটি থানার সেকেন্ড অফিসারকে দিয়ে ঘটনাস্থলে পাঠিয়ে দেন। এবং পরোক্ষভাবে সফর আলী থানা নগরকান্দার সার্কেল এসপি'কে বলে তার গাড়ী নিয়ে ঘটনাস্থলে জান। এই ঘটনায় তিনি কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করেন। এরপর ওই বিষয়ে তিন মামলায় এক রাতে ওসি সফর আলীর নেতৃত্বে বৈখাশীর অভিযোগের প্রধান আসামী সহ মোট ছয় জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন নগরকান্দা থানা পুলিশ। কিন্তু তার পরেও গত ১ মে সফর আলীকে কেনো প্রত্যাহার করা হলো এই প্রশ্ন ভুক্তভোগী বৈশাখীসহ নগরকান্দার অনেক সাধারণ মানুষের।
এছাড়া, নগরকান্দা থানায় ওসি সফর আলী এতোটাই নিরপেক্ষ ও সততার সাথে কাজ করেছেন যে, তার প্রতি স্থানীয় কোনো রাজনৈতিক দলের নেতারা সামান্যতম অখুশি এমন কোনো প্রমাণ পায়নি উত্তরাধিকার ৭১ টিম। বরং তার সততা, শ্রম ও জনবান্ধন সেবার কারণে খুবই অল্প সময়ে সফর আলী জনপ্রিয় পুলিশ হিসেবে নগরকান্দার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে নিয়েছিলেন বলে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
গত বছর (২০২৪) শেষ হওয়ার মাস দু'য়েক আগে ওসি সফর আলী নগরকান্দা থানায় যোগদান করেন বলে জানা যায়। এমন একটি সময়ে সফর আলী নগরকান্দার ওসি হিসেবে যোগদান করেন যার মাত্র কয়েকদিন আগে বিগত হাসিনা সরকারের পতন হয়, একটি রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং পুলিশের ওপর আক্রমন হওয়ার পুলিশের মনোবল ভেঙে পড়েছিলো, আইন শৃঙ্খলার পরিস্থিতিও ভালো ছিলোনা।
আর ফরিদপুরের নগরকান্দা এমন একটি থানার নাম, যেখানে দলাদলি, মারামারি, হানাহানি সহ প্রায় সব ধরণের অপরাধ অন্যান্য থানা অপেক্ষায় অনেকটাই বেশি থাকে সব সময়। এমন একটি থানায় দায়িত্ব নিয়ে এসেই সফর আলী নগরকান্দা থানার অপরাধ নিয়ন্ত্রণ সহ জননিরাপত্তায় অভাবনীয় সাফল্যের পরিচয় দেন। যার ফলে, গত ২৪ ডিসেম্বর (২০২৪) তারিখে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ওসি সফর আলী'র হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল।
আইজিপি ব্যাজ প্রাপ্ত পুলিশ অফিসার মোহাম্মদ সফর আলী নগরকান্দা থানার ওসি হিসেবে এতোটা সততা, নিরপেক্ষতা, বৈষম্যহীনতা ও দক্ষতার সাথে সাধারণ মানুষের জন্য কাজ করে যান যে, অনুসন্ধানের তিন নম্বর প্রশ্নের জবাব খুঁজতে নগরকান্দা গেলে অনেক সাধারণ মানুষকে তাঁর প্রশংসা করতে করতে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। তাছাড়া অনেককের মুখেই শোনা গেছে নগরকান্দার থানার ইতিহাসে তাঁর মতো এতো সৎ ওসি কখনোই দেখেননি তাঁরা। পুলিশের বিরুদ্ধে এতো শত বিতর্কিত মন্তব্য ও অভিযোগের মধ্যে, বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে চ্যালেন্জিং সময়ে এতো দক্ষতা ও সততার সাথে পুলিশিং করে, তাঁর দায়িত্বপ্রাপ্ত থানা এলাকায় সাধারণ মানুষের এতোটা আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জনের পরেও যদি কোনো পুলিশ অফিসারকে প্রত্যাহার হতে হয় তবে এটা তাঁর ও পুলিশ সদস্যদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয় বলে মনে করেছেন একাধিক অপরাধ বিশ্লেষক। তাঁরা এটাও বলেন, পুলিশের মতো আইনশৃঙ্খলা বাহিনীতে মাঝে মাঝে কোনো পরিস্থিতি সামাল দিতে বা কোনো ঘটনার জেরে অনাকাঙ্ক্ষিত বড় কোনো ঘটনা ঘটার আশংকা থেকে নির্দোষ ও দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। পরে আশংকা কেটে গেলে ডিপার্টমেন্ট আবার তাঁকে যোগ্য স্থানে অধিষ্ঠিত করে থাকেন।
এছাড়া, নগরকান্দা থানার অনেক সাধারণ জনতা ওসি সফর আলীকে নির্দোষ মনে করে তাঁকে পুনরায় ওই থানার ওসি হিসেবে নিয়োগ দিতে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্তাব্যক্তিদের অনুরোধ করেছেন। বিশেষ করে বাংলাদেশ পুলিশের আইজি, বিভাগীয় ডিআইজি ও ফরিদপুর জেলার এসপি'র দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
নগরকান্দার বেশকিছু অতি সাধারণ জনগণ সফর আলীকে একজন ভালো মানুষ ও জনগণের পুলিশ অফিসার হিসেবে আখ্যা দিয়ে জানান, 'ওসি স্যার যে নির্দোষ, সেটা যে কেউ তদন্ত করলেই বেড়িয়ে আসবে।'
উল্লেখ করা যেতে পারে, আকস্মিকভাবে ওসি সফর আলীকে প্রত্যাহার করার পরের দিন (২ জুন) নগরকান্দা থানার এসআই আমিনুর রহমান মিয়া'কে ক্লোজড করা হয়। আমিনুর রহমান মিয়া যেই কর্মকর্তা যিনি ভুক্তভোগী বৈশাখী থানায় করা ৩০ মে তারিখের অভিযোগের ভিত্তিতে থানা কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এবং ঘটনা দিন নির্ধারিত টাইমের পরে তিনি ঘটনাস্থলে যান। এবং বৈশাখীকে যখন চুল ধরে টান দিয়ে ফেলে দেন তিনি ওই সময় ঘটনাস্থলে উপস্থিত থেকেও আসামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হন বলে জানায় ভুক্তভোগী।
নগরকান্দা এলাকার জনগণ, থানা পুলিশের ৭ জন সদস্য, ভুক্তভোগী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী বৈশাখী আক্তার বর্ষার বক্তব্য এবং ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বক্তব্যের প্রেক্ষিতে চালানো উত্তরাধিকার ৭১ নিউজের এই অনুসন্ধানের পর নগরকান্দার সাধারণ মানুষের মতো এই প্রতিবেদকের মনেও প্রশ্ন একই প্রশ্নের অবতারণা হয়; আর তা হচ্ছে- তাহলে কি বলির পাঠা হয়েছেন নগরকান্দা থানার ওসি মোহম্মদ সফর আলী?
(আরআর/এসপি/জুন ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- হাসিনাকে দেশে ফেরাতে আ.লীগের নতুন পরিকল্পনা
- ‘গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে’
- ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৮৬ জন
- ১০২ এসিল্যান্ড প্রত্যাহার
- জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি ঐক্য পরিষদের
- ‘তিন মাসে জাতীয় নির্বাচনের আয়োজন হয়েছে, এক বছরেও না হওয়ার কারণ দেখছিনা’
- পাংশায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শাহীন গ্রেপ্তার
- জামালপুরে দুই টিকিট কালোবাজারি আটক
- গোপালগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সোনাতলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- ফুলপুরে পরিষ্কার পরিছন্নতার বিশেষ অভিযান
- স্বাধীনতা ও জাতিসত্তা রক্ষার লড়াইয়ে চাই জাতীয় ঐক্য
- নিউ ইয়র্কে বন্দুক হামলার সময় কর্মরত ছিলেন না নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল
- সেরা দূরপাল্লার এয়ারলাইনের স্বীকৃতি পেলো এমিরেটস
- ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন
- কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে রাঙ্গামাটি ঝুলন্ত সেতু
- কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করবেন না শাকিব
- ৪২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন টেইলর
- ‘বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় সন্দেহ রাখবেন না’
- ‘তাবলিগের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে’
- ঝিনাইদহের জাকির হোসেনের ম্যাজিক তেল! পোড়া ক্ষতে কাজ করে জাদুর মতো
- সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
- ঝিনাইদহে ২ আগস্ট পর্দা উঠছে রেডিয়েন্ট প্রথম বিভাগ ফুটবল লীগের
- ১০টির বেশি সিম থাকলে ধাপে ধাপে বন্ধ করে দেবে বিটিআরসি
- শীত আসতেই মুখ-হাত-পায়ে চামড়া উঠছে, কী করবেন?
- কমলনগরে জাল ভোট দেয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার আটক
- হিমেল হাওয়ায় কাবু কুড়িগ্রামের মানুষ
- ‘কোন মানুষ অর্থের কাছে চিকিৎসায় হেরে যাবে না, সবাই বাঁচবে’
- ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি
- রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা
- মা
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- পারিবো না
- ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান
- ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন
- অতিরিক্ত ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
- লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- নৌকার পক্ষে সমর্থন জানানেল এডভোকেট আব্দুল মতিন
- সেরা দূরপাল্লার এয়ারলাইনের স্বীকৃতি পেলো এমিরেটস
- লক্ষ্মীপুরে দোকান ঘর বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
- মহুয়া বনে
৩০ জুলাই ২০২৫
- পাংশায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শাহীন গ্রেপ্তার
- জামালপুরে দুই টিকিট কালোবাজারি আটক
- গোপালগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সোনাতলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- ফুলপুরে পরিষ্কার পরিছন্নতার বিশেষ অভিযান
- কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে রাঙ্গামাটি ঝুলন্ত সেতু
- সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
- ঝিনাইদহে ২ আগস্ট পর্দা উঠছে রেডিয়েন্ট প্রথম বিভাগ ফুটবল লীগের
- গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় মামলা
- ফরিদপুরে রাতের অন্ধকারে একটি সার্বজনীন দুর্গা মন্দির ভাঙচুর
- লংগদুতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
- সাতক্ষীরা সদরের ডিবি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু
- সাতক্ষীরায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত
- ফরিদপুরে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার