E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় পাঁচ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে জামায়াতের গরুর মাংস বিতরণ 

২০২৫ জুন ০৯ ২০:০৫:২৬
কাপাসিয়ায় পাঁচ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে জামায়াতের গরুর মাংস বিতরণ 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারো গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জামায়াতের ইসলামীর উদ্যোগে পাচ শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনে উপজেলার ৭টি এলাকায় গরু কুরবানি দিয়ে এসব মাংস এদের মাঝে বিতরণ করা হয়।

জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলার সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ জানান, জামায়াতে ইসলামী প্রতি কুরবানির ঈদে অসহায় ও গরীব মানুষের মাঝে মাংস বিতরণ করে থাকে। এ বছর কাপাসিয়া উপজেলার পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে মাংস বিতরণ করা হয়। এর মধ্যে উপজেলার বরিবাড়ি মাদরাসা মাঠে গরু কুরবানি দিয়ে সিংহশ্রী ও টোক ইউনিয়নের ১০০ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়।

রায়েদ ইউনিয়নের দরদরিয়া গ্রামে একটি গরু কুরবানি দিয়ে ওই ইউনিয়নের ৭০ টি পরিবারের
মাঝে মাংস বিতরণ করা হয়।

চৌকারচালা জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা আবুল কালামের বাড়িতে একটি গরু কুরবানি দিয়ে বারিষাব ও ঘাগটিয়া ইউনিয়নে ৮০ পরিবার, মেরুয়া গ্রামে গরু কুরবানি দিয়ে কড়িহাতা ও সনমানিয়া ইউনিয়নের ৮০ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়।

গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হকের দিগধা গ্রামের বাড়িতে গরু কুরবানি দিয়ে তারগাঁও ইউনিয়নে ৭০ টি দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়। তাছাড়া কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লার রাউৎকোনা গ্রামের বাড়িতে একটি গরু কুরবানি দিয়ে কাপাসিয়া সদর ইউনিয়নের ৮০ টি অসহায় পরিবার এবং কামড়া গ্রামের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের তত্বাবধানে গরু কুরবানি দিয়ে দুর্গাপুর ও পার্শ্ববর্তী চাঁদপুর ইউনিয়নের ৮০ টি গরীব ও অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়।

কুরবানির মাঠ থেকে স্থানীয় লোকজনের মাঝে মাংস বিতরণ করার পাশাপাশি স্থানীয় জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ মাংসের প্যাকেট তালিকা অনুযায়ি অনেক অসহায় লোকজনের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর - ৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আইউবী, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর দায়িত্বশীলগণ কুরবানিস্থলে উপস্থিত থেকে মাংস বিতরণ কার্যক্রম তদারকি করেন।

সালাউদ্দিন আইউবী জানান, "জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। জামায়াত দারিদ্রমুক্ত সমাজ গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা কাপাসিয়া উপজেলাকে একটি আধুনিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চাই। আমাদের এ সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরো বেশি জোড়ালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন"।

(এসকেডি/এসপি/জুন ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test