E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ের পল্লীতে শিশু-কিশোর ঈদ উৎসব ১২ জুন

২০২৫ জুন ০৯ ২০:৩৬:৩১
পঞ্চগড়ের পল্লীতে শিশু-কিশোর ঈদ উৎসব ১২ জুন

স্টাফ রিপোর্টা, পঞ্চগড় : পঞ্চগড় জেলার সদর উপজেলার প্রত্যন্ত পল্লীর সাবেক গারতী ছিটমহল, বর্তমান রাজমহল মফিজার রহমান ডিগ্রী কলেজ মাঠে ১২ জুন দিনব্যাপী এক শিশু-কিশোর ঈদ উৎসব অনুষ্ঠিত হবে। ষড়ঋতু-জগদল পঞ্চগড়  আয়োজিত দিনব্যাপী এই উৎসব শুরু হবে সকাল ১০টায়। যার সমাপ্তি ঘটবে সন্ধা ৬টায়। সমাজের অবহেলিত, বঞ্চিত শিশুদের সাথে সুবিধাভোগী শিশু-কিশোরদের বন্ধন সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং আইনের প্রতিশ্রদ্ধা জাগিয়েও তুলতেই এই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির কর্তাব্যক্তিরা।

উৎসবে শিশু কিশোরদের গ্রামীণ খেলাধুলা 'জোর -বাড়ি-ঘর,' 'রুমাল চুরি,' 'গুটিগোল্লা' এবং 'মা বলেছেন' খেলার পাশাপাশি শিশু-কিশোরদের নিয়ে গঠিত ৪টি দলের তিনটি ফুটবল ম্যাচ এবং যুব ও তরুণ খেলোয়াড় নিয়ে গঠিত দুটি দলের ১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। শিশুদের ফুটবল ম্যাচের প্রথম একটি খেলায় অংশ নেবে ষড়ঋতু জগদল বনাম রাজমহল উচ্চ বিদ্যালয়। অন্য একটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজমহল (সাবেক গারতী ছিটমহল) বনাম জগদল উচ্চ বিদ্যালয় মাঠ একাদশ।

যুব ও তরুণদের নিয়ে গঠিত যে দুটি দল মুখোমুখি হবে, তার একটি মফিজার রহমান ডিগ্রী কলেজ, অন্যটি এলাকার তরুণ যুবসমাজ নিয়ে গঠিত রাজমহল-তরুণ- যুবইউনিট। মফিজার রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নূর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে উদ্বোধক ও প্রধান অতিথি কলামিস্ট, নাট্যকার ও ষড়ঋতু-জগদল, পঞ্চগড়ের প্রতিষ্ঠাতা সভাপতি, মোঃ আব্দুর রহিম।

অন্যান্য অতিথিরা হলেন রাজমহল আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, রাজমহল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফা ও রাজমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ কেরামত আলী প্রমূখ।

(আরএম/এসপি/জুন ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test