E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে সেনা অভিযানে কুখ্যাত ডাকাত মনির গুণ্ডা ৫ সহযোগীসহ আটক

২০২৫ জুন ০৯ ২০:৪৪:৫১
নড়াইলে সেনা অভিযানে কুখ্যাত ডাকাত মনির গুণ্ডা ৫ সহযোগীসহ আটক

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে মাগুরার কুখ্যাত ডাকাত চক্র মনির গুণ্ডাসহ তার ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে। চক্রটি দীর্ঘদিন মাগুরা ও পার্শ্ববর্তী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

নড়াইল সদর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, বিশেষ গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে বাংলাদেশ আর্মি, নড়াইল ক্যাম্প জানতে পারে যে, কুখ্যাত ডাকাত মনির গুণ্ডার নেতৃত্বাধীন চক্রের একাধিক সদস্য বর্তমানে নড়াইলে অবস্থান করছে এবং সদর হাসপাতালের আশপাশে সক্রিয় হয়ে উঠছে।

গোয়েন্দা তথ্য মোতাবেক সোমবার (৯ জুন) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নড়াইল সদর হাসপাতালের আশপাশের এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ডাকাত মনিরসহ তার ৫ জন সহযোগীকে আটক করতে সক্ষম হয়।

একই সময়ে একটি গোপন সূত্র জানায়, এই গ্যাংয়ের আরও এক সদস্য নড়াইল সদর হাসপাতালে ভুয়া পরিচয়ে ভর্তি রয়েছে, যার বিরুদ্ধেও ডাকাতি মামলা রয়েছে।

আটককৃতরা হলো, মাগুরার নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির গুন্ডা, আব্দুর রশিদের ছেলে বিল্লাল হোসেন, নুরুল মোল্যার ছেলে টোকু ভূইয়া, খায়রুল ইসলামের ছেলে রিপন মাহমুদ ও কিবরিয়া মোল্যার ছেলে শাহারিয়ার।

আটককৃতদের সকলের বাড়ি পার্শ্ববর্তী মাগুরা জেলায়। তাদেরকে নড়াইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। সৃষ্ট ঘটনাটি মাগুরা পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং মাগুরা পুলিশ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করেছে।

(আরএম/এসপি/জুন ০৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test