E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদী ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন

২০২৫ জুন ১০ ১৫:৩১:৫২
ঈশ্বরদী ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী ঠাকুরবাড়িতে শুরু হয়েছে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠান। ভক্তসেবা সংঘের পরিচালনায় সনাতন ধর্মালম্বিদের সাত দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ঠাকুরবাড়ি মন্দিরে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ ভক্তের সমাগম ঘটছে।

রবিবার (৮ জুন) রাতে অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সোমবার (৯ জুন) ভোর থেকে শুরু হয়েছে ৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ। বৃহস্পতিবার (১২ জুন) ভোরে শেষ হবে মহানামযজ্ঞ অনুষ্ঠান। শুক্রবার (১৩ জুন) এবং শনিবার (১৪ জুন) অনুষ্ঠিত হবে ষোল প্রহর ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন। রবিবার (১৫ জুন) শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠানের শেষ হবে।

৩২ প্রহর ব্যাপী মহানামযজ্ঞে নাম সুধা পরিবশেন করছে বাগেরহাট হতে আগত আদি রামকৃষ্ণ সম্প্রদায়, চুয়াডাঙ্গার সাবিত্রি সম্প্রদায়, পাংশার শিব মন্দির সম্প্রদায়, রংপুরের শ্রী শ্রী সোনার গৌর সম্প্রদায়, পাংশার যোগমায়া সম্প্রদায় ও দাশুড়িয়ার নিত্যানন্দ সম্প্রদায়।

১৬ প্রহর ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন নাটোরের সুকৃতি মহন্ত, বগুড়া আদমদীঘির শ্রী সুবল চন্দ্র বসাক, নওগাঁর শ্রীমতি অনুরাধা মহন্ত এবং হিলি হতে আগত জয় মহন্ত।

(এসকেকে/এসপি/জুন ১০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test