ফরিদপুরে জুয়া খেলার জেরে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে পবিত্র ঈদুল আযহার দিনে জুয়া খেলাকে কেন্দ্র করে ইজ্জল মন্ডল (৪৫) নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে, পরিবারের দাবি তাকে মব নিপীড়ন করে হত্যা করা হয়েছে। এদিকে পুলিশ বলছে ইজ্জলের মৃত্যু ঘিরে 'হত্যা' ও 'আত্মহত্যা'র দাবি উঠেছে মুল রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের প্রয়োজন।
গত ৭ জুন ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর সদরের কানাইপুর বাজার সংলগ্ন হোগলাকান্দি গ্রামের বেপারি পাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। স্থানীয়দের কাছে ওই এলাকাটি 'হোগলাকান্দি বাইদ্যা পাড়া' নামেও পরিচিত।
রবিবার (৮ জুন) সকাল এগারোটার পর হতে বিকেল পৌনে চারটা পর্যন্ত হোগলাকান্দির ওই এলাকায় সরেজমিনে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সাথে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই এটিকে মব নিপীড়নে হত্যা বললেও অজানা কারণে ভুক্তভোগীর পরিবার ছাড়া অনেকেই পরিচয় দিয়ে মব নিপীড়নে হত্যার কথা গণমাধ্যমের সামনে বলতে রাজি হন নাই।
এলাকাবাসী জানায়, ঈদুল আযহা'র দিন সকাল সাড়ে এগারোটার দিকে কানাইপুরের হোগলাকান্দি গ্রামের বেপারি পাড়া কুমার নদীর পাড়ে বসে লুডু দিয়ে জুয়া খেলছিলেন ওই এলাকার মফে মেব্বারের বাসার ভাড়াটিয়া ইজ্জল মন্ডল (৪৫) ও স্থানীয় শামচু বেপারী ছেলে হানিফ বেপারী (৪২) নামের দুই ব্যক্তি। ছক্কা-পুটের ওই খেলাটিতে জয়লাভ করেন ইজ্জল মন্ডল। লুডুর জুয়ায় ইজ্জল মন্ডলের বিজয় হওয়া পর্যন্ত সবাই একমত হলেও তারপরের ঘটনা থেকে ইজ্জলের মৃত্যু পর্যন্ত সময়ের এলাকাবাসীর বক্তব্যে সরাসরি দুই পক্ষে ভাগ হয়ে কথা বলতে দেখা যায়।
ভুক্তভোগীর পরিবারের বাইরে ওই এলাকার কিছু নিরপেক্ষ জনতা জানান, ইজ্জলকে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। তাকে একটি বাটন মোবাইল চুরির অপবাদ দিয়ে অন্তত চারটি স্থানে নিয়ে নির্যাতন করার পর সে পায়খানা করে দিলে, তাকে স্থানীয় কুমার নদীতে চুবিয়ে তার মুখে বিষ ঢেলে ও গলায় নতুন গামছা পেঁচিয়ে ল তার মৃত্যু নিশ্চিত করা হয় বলে অভিযোগ উঠেছে। এসময় ঘটনাস্থল থেকে নিহতের পরিবার ঘুরে ঘুরে বর্ননা দেন কোথায় কোথায় ইজ্জলের ওপর নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছিলো। যার মধ্যে ওইদিন লুডু খেলার স্থান, বেপারি পাড়ার রাস্তায় কোন কোন স্থানে নির্যাতন, নদীর পাড়ে একটি বড়ই গাছের সাথে বেঁধে নির্যাতন ও স্থানীয় হাসান বিশ্বাসের বাড়ীর পিছনে কুমার নদীর ঘাটে নিয়ে চুবিয়ে ও বুক পানিতে দাঁড় করিয়ে জোর পুর্বক বিষ খাইয়ে দেওয়া ও গলায় গামছা পেঁচিয়ে ধরে হত্যার অভিযোগ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এসময় বিভিন্ন গণমাধ্যম টিমের সাথে ইজ্জল মন্ডলের মামা মাসুদ বেপারী (৫০), ছেলে আব্দুল্লাহ (১১), খালা নিহার বেগম (৫৫), স্ত্রী নবীরন খাতুন (৩৫) সহ তার মামা ও খালা বাড়ীর পনেরো থেকে বিশ জন নিকট আত্মীয় ও প্রতিবেশি উপস্থিত ছিলেন। নিহতের পরিবার এসময় ইজ্জল হত্যার জন্য সরাসরি দায়ি করে যেসব নাম উচ্চারণ করে করেন, তারা হচ্ছেন: ১. পুলিশের সোর্স হিসেবে পরিচিত জনৈক সোহাগ, যিনি নানাভাবে এলাকায় আধিপত্য বিস্তার করে থাকেন ও এই হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদদাতা হিসেবে কাজ করেছেন বলে দাবি করেন ভুক্তভোগীর পরিবার, ২. হানিফ বেপারী, যিনি নিহতের সাথে লুডু খেলেছেন এবং জুয়ায় হেরেছেন, ৩. রাসেল বেপারী, যিনি সোর্স সোহাগের প্রধান সহযোগী ও হানিফ ব্যাপারীর ভাই, এবং ৪. হানিফ বেপারীর আরেক ভাই রানা বেপারী প্রমুখের নাম উচ্চারণ করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
তারা সোর্স সোহাগ পুলিশের ক্ষমতার অপব্যবহার করছে বলে উল্লেখ করে এলাকার আধিপত্য বিস্তার, মাদক ব্যাবসা নিয়ন্ত্রণ, চাঁদবাজি ও ইজ্জল হত্যার অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে ইল্লেখ করেন। যদিও নিহতের পরিবারের বাইরে সোর্স সোহাগের নামও কেউ মুখে উচ্চারণ করতে চান নাই, আকার ইঙ্গিততে বোঝাতে চেয়েছেন। এদিকে, সোহাগের পারিনারিক সূত্রের কেউ কেউ আকার ইঙ্গিতে সোহাগের নাম বলার চেষ্টা বা বোঝানোর চেষ্টা করলেও বেশিরভাগই নিরবতা পালন করেছেন। তবে ঘটনাস্থল পর্যবেক্ষণে একটি বিষয় স্পষ্ট হওয়া গেছে ওইখানে স্থানীয়ভাবে দু'টি বড় পক্ষ রয়েছে। কেউ এটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে মরিয়া, আবার কেউ এটিকে মব নিপীড়নের মাধ্যমে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। ঘটনাস্থলে নিরপেক্ষ লোকের সংখ্যা খুবই কম হলেও ওই এলাকায় বসবাসকারী অনেকেই ইজ্জল মন্ডলের মৃত্যু রহস্য উন্মোচনে নিরপেক্ষ তদন্ত আশা করেন।
কানাইপুরের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তিত্ব জানান, সোহাগ ও সোহাগের প্রধান সহযোগী রাসেল ব্যাপারীর নাম উঠলে ইজ্জলের মৃত্যুর সঠিক রহস্য উন্মোচন নাও হতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, 'কিছুদিন আগে জনৈক মোস্তাক শেখ নামে এক ব্যক্তি সোর্স সোহাগের নামে চাঁদাবাজি'র অভিযোগ করলেও সেই অভিযোগটি থানার কয়েকজন এসআই এর প্রভাব বিস্তার করার কারণে তা আমলে নেননি কোতয়ালি থানা। এটিও তার ব্যতিক্রম হওয়ার কথা নয় বলেও আশংকা প্রকাশ করেন তিনি।
স্থানীয় মুদী দোকানদার ইকবাল মোল্লা (৪৭) ও ব্যবসায়ী বেলাল বেপারী (৩৮) জানান, ইজ্জল মন্ডল নিয়মিত লুডু দিয়ে জুয়া খেলতেন, তিনি আর অন্য কোনো কাজ করতেন বলে তাদের জানা নেই। ওইদিন তারা ঈদের নামাজের পর লুডু খেলেছেন শুনেছি। খেলার পর হানিফের একটা বাটন মোবাইল খোয়া যায়, ইজ্জলকে চোর সন্দেহ করেন হানিফ। ইজ্জল তা প্রথমে অস্বীকার করলেও কয়েক ঘন্টা পর হানিফের মোবাইলটি ফেরত দেন। এরপর তাদের মধ্যে চর থাপ্পরের ঘটনা ঘটে। এমন কয়েক দফায় কয়েকটি স্থানে মারপিটের ঘটনা ঘটলে সন্ধ্যার পর ইজ্জলের বিষ খাওয়ার খবর শোনেন তারা। পরে রাত সাড়ে নয়টার দিকে তাকে কানাইপুরের স্থানীয় সিরাজ ডাক্তারের কাছে নেওয়া হয়। তিনি রোগিকে দেখেই দ্রুত হাসপাতালে নিতে পরামর্শ দেন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজ্জলকে মৃত ঘোষনা করেন।
ইকবাল মোল্লা ও বেলাল বেপারী আরও জানান, ইজ্জল নিয়মিত জুয়া খেলতেন এবং মাঝে মাঝে কেউ তাকে চড় থাপ্পর মারলে তিনি ফিট হওয়ার ভাব ধরতেন। আবার তাকে কেউ টাকা পয়সা দেওয়ার অফার করলে তিনি উঠে দাঁড়াতেন। এছাড়া তাকে নদীর পানিতে চুবানো তো দুরের কথা, তাকে নদীর ঘাটেও কেউ নিয়ে যায়নি, বরং মার খাওয়ার ক্ষোভ থেকে ঘাস মারার অসুধ খেয়ে ইজ্জল অসুস্থ হয়ে পড়লে তার মাথায় ও শরীরে পানি দেওয়া হয়েছিলো বলেও জানান ওই দুই ব্যবসায়ী। অপরদিকে, ইকবাল মোল্লা ও বেলাল ব্যাপারীর কথাকে ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে ইজ্জলের মামা বাড়ীর লোকজন তৎক্ষনাৎ মিডিয়াকর্মীদের সাথে নিয়ে হাসান বিশ্বাসের বাড়ীর পিছনে অবস্থিত কুমার নদীর একটি ঘাটে নিয়ে সেখানে নিহতের পড়ে থাকা সেন্ডেল এবং তার পরনের লুঙ্গি ও গেঞ্জি সেখানে ঘাসের ওপরো পড়ে আছে, দেখান। পরে ফরিদপুর কোতয়ালি থানার এসআই সনাতন কুমার মন্ডল ওই ঘাট থেকে নিহতের কালো রঙের একজোড়া সেন্ডেল, পরণের ভিজা একটি লুঙ্গি ও একটি সেন্টু গেঞ্জি সংগ্রহ করে আলামত হিসেবে তা থানায় নিয়ে যান।
এসআই সনাতন কুমার মন্ডল ঘটনাস্থল পরিদর্শনকালে গণমাধ্যমকে জানান, ইজ্জল মন্ডলের মৃত্যুর বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানায় ঈদের দিন রাতে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে (অ. মৃ. মা. নং ৫৬ তাং- ৭ জুন, ২০২৫ ইং)'।
পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে উপস্থিত কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান জানান, 'ইজ্জলের বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। সেটি মাথায় রেখেই আমরা তদন্তের কাজ স্টার্ট করেছি। তবে ঘটনাস্থল এসে ইজ্জলের মৃত্যুকে হত্যাকাণ্ড বলার দাবি উঠেছে। লাশের পোস্ট মর্টেম এর ফাইনাল রিপোর্ট হাতে এলে ও তদন্তের পর এটি হত্যাকাণ্ড মনে হলে এই মামলাটিই হত্যা মামলা হিসেবে চলমান হবে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইজ্জলের বিষপানে মৃত্যু হয়েছে জানানো হলে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি আসাদ।
স্থানীয় অনেকেই পুলিশ ও গণমাধ্যকে জানান, ইজ্জল মন্ডলের মুখ থেকে কোনো প্রকার বিষের গন্ধ পাওয়া যায়নি। তাছাড়া, নিহতের পরিবারের সদস্য বাদে স্থানীয় অনেকেই বলেছেন, নদী থেকে তুলে ইজ্জলের ভিজা লুঙ্গি গেঞ্জি খুলে স্থানীয় একজনের পাঞ্জাবি ও প্যান্ট পড়ানো হয়েছিলো। ডাক্তারের কাছে নেওয়ার আগে নিহতের পকেট থেকে ঘাস মারার ওষুধ উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়। এতে আপত্তি জানিয়ে নিহতের মামা ভ্যানে করে সরবত বিক্রি করে জীবীকা নির্বাহ করা মাসুদ বেপারী জানান, প্রায় মৃত অবস্থায় তার ভাগিনা ইজ্জলকে নদী থেকে উঠানো হয়েছিলো শুনেছি। তাহলে ওই অবস্থায় তার পরনের লুঙ্গি খুলে প্যান্ট ও গেঞ্জি খুলে পাঞ্জাবি পড়িয়ে বিষের প্যাকেট আমার মুমূর্ষু ভাগিনা তার পকেটে রাখলো কেমনে। তিনি আরও জানান, আমি আসরের নামাজের সময় থেকে নিপীড়নকারীদের অনুরোধ করে আসতেছি যে, আমার ভাগিনাকে তোরা আমার ভ্যানে তুলে দে, আমি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু কেউ আমার কথায় কর্ণপাত করেননি। '
পুলিশ ও মিডিয়ার উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন গণমাধ্যমকে জানান, 'আমার ইউনিয়নের এই বাইদ্যা পট্টি এলাকাটি মাদকের আখড়া ও জুয়ার আড্ডাখানায় পরিনত হইছে। আর এসব নিয়ন্ত্রণ কে বা কারা করে থাকেন, তা কারোরই অজানা নয়। এই এলাকা থেকে মাদক, জুয়া ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে হলে পুলিশ প্রশাসন ও এলাকার জনগণকে এসব প্রতিরোধ করতে হবে। এছাড়া ইজ্জল আত্মহত্যা নাকি হত্যার শিকার হয়েছেন, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে ও নিহতের অসহায় পরিবার সঠিক বিচার পাবে বলেও আশা প্রকাশ করেন আলতাফ।
৮ জুন সরেজমিনে প্রায় সকাল থেকে বিকেল পর্যন্ত ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে, ঘটনাস্থল ত্যাগ করার সময় নিহত ইজ্জল মন্ডলের লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয়রা। অপরদিকে, মামলার তদন্তের কাজে আশেপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহের কাজ করছিলেন কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সনাতন কুমার মন্ডল।
এদিকে, ভুক্তভোগীর পরিবার নিতান্তই খুব গরীব পরিবার বলে হত্যার ঘটনাটি টাকা দিয়ে মিটমাট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা।
(আরআর/এসপি/জুন ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘হাসিনার নির্দেশেই আন্দোলনে মারণাস্ত্রের ব্যবহার হয়’
- ‘আ.লীগ দেশের জন্য রাজনীতি না করে ভারতের তাবেদারি করেছে’
- শ্যামনগর বিএনপি’র একাংশের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- কুষ্টিয়ায় জিকে খালে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
- প্লট জালিয়াতি, শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু
- ‘আমরা এমন জাতি নিজেদের সন্তানদেরও পুড়িয়ে মারি’
- ‘শেখ হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ কমবে না’
- ভারতে শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৭১ লাখ ৩৩ হাজার ৪ জন
- নিজেকে বাঁচাতে মাকে দিয়ে বাদির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা সন্ধিগ্ধ আসামী রফিকুলের!
- জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনায় ১০১ জনের বিরুদ্ধে মামলা
- আরবি লেখা শেখার ছলে ঘরে নিয়ে শিশুশিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
- সাত উপাচার্যের অংশগ্রহণে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের 'শিক্ষা সমাপনী
- হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ
- ‘৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই’
- ‘সরকারের ভুল সিদ্ধান্তে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারে’
- শ্রীনগরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে চলছে স্বাস্থ্য সেবা
- হাসিনাকে দেশে ফেরাতে আ.লীগের নতুন পরিকল্পনা
- ‘গাজীপুরে আসন বাড়বে, কমবে বাগেরহাটে’
- ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৩৮৬ জন
- ১০২ এসিল্যান্ড প্রত্যাহার
- জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি ঐক্য পরিষদের
- ‘তিন মাসে জাতীয় নির্বাচনের আয়োজন হয়েছে, এক বছরেও না হওয়ার কারণ দেখছিনা’
- পাংশায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে শাহীন গ্রেপ্তার
- জামালপুরে দুই টিকিট কালোবাজারি আটক
- ‘কোন মানুষ অর্থের কাছে চিকিৎসায় হেরে যাবে না, সবাই বাঁচবে’
- রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
- ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, বিএনপি নেতা চাঁদের নামে মামলা
- মা
- পারিবো না
- ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা প্রদান
- ‘আমরা এমন জাতি নিজেদের সন্তানদেরও পুড়িয়ে মারি’
- অতিরিক্ত ঠান্ডায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
- রোহিঙ্গাদের জোরপূর্বক সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করছে জান্তা
- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
- লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উদযাপন
- নৌকার পক্ষে সমর্থন জানানেল এডভোকেট আব্দুল মতিন
- লক্ষ্মীপুরে দোকান ঘর বিক্রির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
- রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি: ১৭ নারীসহ ৫২ জন রিমান্ডে
- মহুয়া বনে
- সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ
- প্লট জালিয়াতি, শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু
- বিজনেস সামিটের পর্দা নামছে আজ
৩১ জুলাই ২০২৫
- শ্যামনগর বিএনপি’র একাংশের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- কুষ্টিয়ায় জিকে খালে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
- নিজেকে বাঁচাতে মাকে দিয়ে বাদির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা সন্ধিগ্ধ আসামী রফিকুলের!
- জেলা প্রশাসকের বাসভবনে হামলার ঘটনায় ১০১ জনের বিরুদ্ধে মামলা
- আরবি লেখা শেখার ছলে ঘরে নিয়ে শিশুশিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার