E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সহকারী অধ্যাপক ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছোট ভাইয়ের

২০২৫ জুন ১১ ১৯:৪৬:৩৪
সহকারী অধ্যাপক ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছোট ভাইয়ের

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে জমিজমা আত্মসাৎ, জবরদখল ও প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগ উঠেছে কামাল মোস্তফা ওরফে আফজাল নামের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে। আজ বুধবার দুপুর ১২টায় পৌর শহরের আফ্রাতপাড়াস্থ বাসভবনে এমনই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্তের আপন ছোট ভাই স্কুল শিক্ষক বায়েজীদ বোস্তামী। 

অভিযুক্ত কামাল মোস্তফা চাটমোহর সরকারী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন আনু’র ছেলে। এদিকে সংবাদ সম্মেলনের পাশাপাশি মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুল শিক্ষক বায়েজীদ বোস্তামী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আপন বড় ভাই কামাল মোস্তফার বিরুদ্ধে অভিযোগ এনে বায়েজীদ বোস্তামী বলেন, ‘আমরা দুই ভাই ও পাঁচ বোন। আমার বড় ভাই আমাদের বাবা-মায়ের সম্পত্তি একাই ভোগ দখল করে আসছে। বাবা-মায়ের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি চাইতে গেলে তিনি ভয়তীতি দেখান ও হুমকী দেন। সম্পত্তি চাওয়ার পর থেকে তার নিপীড়নের মাত্রা বেড়ে গেছে। আমি আমার ছেলের জন্য নতুন ঘর নির্মাণের জন্য বিভিন্ন উপকরণ নিয়ে গেলে ঘর নির্মাণে বাধা দেন।’

তিনি আরো বলেন, ‘বড় ভাই ঋণমুক্তির কথা বলে বাবা বেঁচে থাকাকালীন সময়ে বাবাকে ভুল বুঝিয়ে ৫ বিঘা ও ১১৪ শতাংশ জমি আমাদের ফাঁকি দিয়ে নিজের নামে রেজিস্ট্রি করে নেন। সর্বশেষ মঙ্গলবার আমার ছেলে গাছের আম পাড়তে গেলে বড় ভাই (কামাল মোস্তফা) শাবল ও হাসুয়া নিয়ে ভয়ভীতি দেখান এবং হাতে থাকা হাঁসুয়া দিয়ে গাছের সমস্ত কাঁঠাল কুপিয়ে নিয়ে যান। এমতবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা জন্য এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি পাওয়ার জন্য সংবাদ সম¥েলনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন জানান।

এ ব্যাপারে অভিযেুক্ত সহকারী অধ্যাপক কামাল মোস্তফা বলেন, একজন অভিযোগ করতেই পারে। অভিযোগ করলেই সব সত্য হয়ে যায় না। তার অভিযোগের কোনো ভিত্তি নাই। ও যা বলছে সব মিথ্যা। এ নিয়ে অনেক দেন দরবার হইছে। আমিও সেসব বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো।

(এমএইচ/এসপি/জুন ১১, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test