E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার

নড়াইলের কালিয়ায় মাদক কারবারি চক্রের মহিলা সদস্যসহ গ্রেফতার ২

২০২৫ জুন ১২ ১৭:১৬:৩৪
নড়াইলের কালিয়ায় মাদক কারবারি চক্রের মহিলা সদস্যসহ গ্রেফতার ২

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল জেলার কালিয়া উপজেলার গাজীরহাট গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর কালিয়া আর্মি ক্যাম্প ও কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত মাদক কারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ অর্থ, ভারতীয় মুদ্রা ও মাদক গ্রহণের সরঞ্জাম উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৪:টা থেকে সকাল সাড়ে ৯ টা পর্যন্ত কালিয়া উপজেলার গাজীরহাট গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গণমাধ্যমে পাঠানো সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ার গাজীরহাট গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী আসলাম জমাদ্দার তার বাড়িতে অবস্থান করছে এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পরপরই সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে দ্রুত একটি কর্ডন ও সার্চ অভিযান পরিচালনা করে। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী আসলাম সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেলেও তার স্ত্রী জলি বেগম, যিনি স্বয়ং মাদক বিক্রির মূল হোতা হিসেবে পরিচিত, তাকে গ্রেফতার করা হয়। এ সময় ইক্তার শেখের ছেলে আনিসুর রহমান নামের একজনকে ওই বাড়িতে ইয়াবা সেবনের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত উভয়কে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত সব আলামতের তালিকা প্রস্তুত করে পুলিশ তা জব্দ করেছে এবং তাদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

(আরএম/এসপি/জুন ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test