E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাস কাউন্টারে সেনাবাহিনীর অভিযান

চাটমোহরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ২ জনকে জরিমানা, অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

২০২৫ জুন ১২ ১৭:২৬:৩২
চাটমোহরে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ২ জনকে জরিমানা, অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

চাটমোহর প্রতিনিধি : যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাবনার চাটমোহরের দু’টি বাস কাউন্টারে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর একটি দল। 

বুধবার (১১ জুন) রাত ১০টায় পৌর শহরের বাসষ্ট্রান্ড এলাকায় শাহজাদপুর ট্রাভেলস ও ফাতেমা পরিবহনের কাউন্টারে এই অভিযান চালানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী ভ্রাম্যামাণ আদালত বসিয়ে সংশ্লিষ্ট অভিযুক্ত দুই ব্যক্তিকে ১৩ হাজার টাকা জরিমানা করেন। এসময় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

জানা গেছে, কুরবানি ঈদ পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর ট্রাভেলস এবং ফাতেমা পরিবহনের কাউন্টারে ভাঙ্গুড়া ক্যাম্পের লেফটেনেন্ট ইমরানের নের্তৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালান। এ সময় শাহজাদপুর ট্রাভেলস-এর কাউন্টার থেকে লিটন ও ফাতেমা পরিবহণের কাউন্টার থেকে শরিফুল নামের দুই জনকে আটক করে।

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে অতিরিক্ত ভাড়া নেওয়ার সত্যতা পান। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহজাদপুর ট্রাভেলস এর কাউন্টার মাস্টার লিটককে ১০ হাজার এবং ফাতেমা পরিবহণের কাউন্টার মাস্টার শরিফুলকে ৩ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া প্রায় অর্ধশতাধিক যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেন ইউএনও।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, চাটমোহর থেকে ঢাকাগামী দুইটি পরিবহনের টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ পেয়ে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। আমরা অপরাধের সত্যতা পাই এবং তারা অপরাধ স্বীকার করেন। অভিযুক্ত ২ জনতে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেবার অঙ্গিকার করেছেন।

(এসএইচ/এসপি/জুন ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test