E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাল্যবিয়ে বন্ধ করে মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা

২০২৫ জুন ১২ ১৮:০৬:৫০
বাল্যবিয়ে বন্ধ করে মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় বাল্যবিয়ে বন্ধ করে মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

আদালত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাচ্চু হাওলাদারের মেয়ে ও মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী আয়শা খানম (১৬)কে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামের সৌদি প্রবাসী জনৈক ছেলের সাথে বিয়ের আয়োজন চলছিল। এ সংবাদ জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিয়ে অনুষ্ঠান পন্ড করে দেয়। এসময় বিয়ের অনুষ্ঠান থেকে সকলে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের পিতা বাচ্চু হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানাসহ বিয়ের পূর্নবয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেখা রাখা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সুমিত্রা গোলদার ও নাজির সোহেল আমিনসহ প্রমুখ।

(টিবি/এসপি/জুন ১২, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test