E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরে অনুষ্ঠিত হচ্ছে “রান ফর যশোর ১.০” ম্যারাথন ও “কনসার্ট ফর এন্টি ভায়োলেন্স ২০”

২০২৫ জুন ১৩ ১৭:৩৪:০৩
যশোরে অনুষ্ঠিত হচ্ছে “রান ফর যশোর ১.০” ম্যারাথন ও “কনসার্ট ফর এন্টি ভায়োলেন্স ২০”

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : আধুনিক জীবনের ব্যস্ততা, শারীরিক নিষ্ক্রিয়তা এবং মানসিক চাপের প্রভাব মোকাবিলায় যশোর শহরকে সুস্থ, সচেতন এবং ঐক্যবদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে ইয়াভ ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে এক ব্যতিক্রমী কমিউনিটি-ভিত্তিক ম্যারাথন, “রান ফর যশোর ১.০”। শুক্রবার সকাল সাড়ে ৫টায় যশোর টাউনহল মাঠ থেকে এই দৌড় শুরু হবে।

গত বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইয়াভ ফাউন্ডেশন এর উপদেষ্টা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ লিটু।

লিখিত বক্তব্যে তিনি জানান, ইয়াভ ফাউন্ডেশনের আয়োজনে এই ম্যারাথনটি কেবল একটি ক্রীড়া অনুষ্ঠান নয়, বরং একটি সামাজিক আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। যার মূল লক্ষ্য আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং স্বাস্থ্যবোধের নতুন সংজ্ঞা তৈরি করা। এই আয়োজন শহরের নাগরিকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করবে। সাথে সাথে পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করবে এবং তরুণদের মধ্যে নেতৃত্বের চেতনা জাগ্রত করবে। স্কুল-কলেজের শিক্ষার্থী, যুব সমাজ, পেশাজীবী থেকে শুরু করে সিনিয়র সিটিজেন পর্যন্ত সকলেই এই আয়োজনে এক কাতারে এসে এক ধরনের অভিন্ন দায়িত্ববোধ অনুভব করবেন।

“রান ফর যশোর ১.০” এর মাধ্যমে যশোর শহরকে “আরেঞ্জ সিটি এন্টিভায়োলেন্স সিটি”- একটি অহিংস, আত্মহত্যামুক্ত ও মানবিক নগরী হিসেবে গড়ে তোলার পথে একটি প্রতীকী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই দৌড় ব্যক্তিগত চ্যালেঞ্জ অতিক্রম, লক্ষ্য অর্জন এবং নিজের সীমানা ভাঙার সাহসিকতার প্রকাশ করে। যখন শত শত মানুষ একসাথে পথে নামে, তখন তারা শুধু দৌড়ায় না, বরং একসাথে বদলের বার্তা দেয়।

এই আয়োজন তরুণ সমাজকে উৎসাহিত করবে একসাথে এগিয়ে যেতে। নিজেকে গড়তে এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে। ইয়াভ ফাউন্ডেশন বিশ্বাস করে, এই উদ্যোগ যশোর শহরের মধ্যে এক নতুন জীবনীশক্তি ছড়িয়ে দেবে। যেখানে সকলে শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব বুঝবে। সম্পর্কের বন্ধন জোরদার হবে এবং একটি স্বপ্নবান, সচেতন সমাজ গঠনের পথে সকলে একসাথে এগিয়ে যাবে। এই ম্যারাথন হবে শুধু পদক্ষেপ নয়, হবে পরিবর্তনের পদধ্বনি।

ম্যারাথনটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে চাঁচড়া চেক পোস্ট পর্যন্ত যাবে এবং সেখান থেকে পুনরায় টাউন হল মাঠে ফিরে এসে মোট ৭.৫ কিলোমিটার দূরত্ব সম্পন্ন করবে।

এই আয়োজনের আহ্বায়ক হিসেবে রয়েছেন ইয়াভ ফাউন্ডেশন এর উপদেষ্টা ডাঃ আবুল কালাম আজাদ লিটু, যুগ্ম আহ্বায়ক মোক্তার আলী, যুগ্ম আহ্বায়ক নাসিম উদ্দিন খান এবং প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পালন করছেন ইয়াভ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোহিত রায়।

“রান ফর যশোর ১.০” এ ১০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে। প্রাইজমানি সহ থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার। এই আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড ‘হর্ণ’।

সকালের ম্যারাথন আয়োজন শেষে বিকালে “কনসার্ট ফর এন্টি ভায়োলেন্স ২০” অনুষ্ঠিত হবে। মূলত একটি সহিংসতা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এগিয়ে চলেছে ইয়াভ ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায়, সদস্য শ্রাবন্তী বারই সূচি, তাসজিদ হাসান, শাহরিয়ার ইসলাম, জান্নাতুল ফেরদৌস, প্রান্ত বিশ্বাস, উর্মি জাহান প্রমুখ।

(এসএ/এসপি/জুন ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test