E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় অসচ্ছল পরিবারের মাঝে গরু-ছাগল, ভ্যান বিতরণ

২০২৫ জুন ১৩ ১৮:০৪:২৯
পাংশায় অসচ্ছল পরিবারের মাঝে গরু-ছাগল, ভ্যান বিতরণ

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে আর্থিকভাবে অসচ্ছল ১৭টি পরিবারের মাঝে গরু-ছাগল ও ব্যাটারি চালিত ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ইউনিয়নের কেওয়াগ্রাম লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে প্রান্তিক জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে গরু-ছাগল ও ভ্যান গাড়ি বিতরণ করা হয়।

প্রান্তিক জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে: জেনারেল এস এম মতিউর রহমান (জুয়েল) অনুষ্ঠানে উপস্থিত থেকে ১০ টি ছাগল, ১ টি গাভী, ৬ টি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি ও ১ টা হুইলচেয়ার বিতরণ করেন।

এ সময় অবসরপ্রাপ্ত লে: জেনারেল এস এম মতিউর রহমান (জুয়েল) বলেন, সমাজের শৃঙ্খলা ফেরাতে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে। সেই সাথে পূর্বের শত্রুতা ভুলে গিয়ে সবাইকে একসাথে বসবাস করতে হবে।

তিনি আরও বলেন, এখনো কিছু মানুষ মারামারি, লুটপাট, সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। তাদের কে আবারও বলবো এখনও সময় আছে এগুলো বন্ধ করে ভালো মানুষ হয়ে সমাজে বসবাস করবেন।

প্রান্তিক জনকল্যাণ সংস্থার স্বাবলম্বী প্রকল্পের আওতায় অনুষ্ঠিত গরু-ছাগল ও ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠানে সুধীজন সহ ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

(একে/এসপি/জুন ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test