E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গত ২৪ ঘণ্টায় টোল আদায় দুই কোটি ৭৯ লাখ

অস্বস্তি ছিলো ঈদযাত্রা তবে কর্মস্থলে ফিরতে স্বস্তি

২০২৫ জুন ১৩ ১৮:২৪:৪৯
অস্বস্তি ছিলো ঈদযাত্রা তবে কর্মস্থলে ফিরতে স্বস্তি

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : দীর্ঘ যানজটের অবসান ঘটিয়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে বাসের ছাদ, পশুবাহী ট্রাক-পিকআপে নারী ও শিশুদের নিয়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। ঘন্টার পর ঘন্টা গাড়ীতে অপেক্ষা করেছেন ঘরে ফেরা উত্তরের মানুষ। তবে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন স্বস্তিতে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নেই যানবাহনের ধীরগতি বা যানজট। তবে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে।কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি।

জানা গেছে , ঈদ যাত্রায় বাড়ি ফেরার সময় এবার অতিরিক্ত যানবাহনের চাপ,অপর্যাপ্ত যানবাহন, সেতুর উপর দুর্ঘটনা, টোলপ্লাজায় বিকল টোলমেশিন, দীর্ঘদিনের গলার কাটা এলেঙ্গা হতে যমুনা সেতু পূর্ব পর্যন্ত অসমাপ্ত ১৩ কিলোমিটার রাস্তা, ঢাকা থেকে আসা লক্কর-ঝক্কর গাড়ি মহাসড়কে বিকল, বিকল যানবাহন তড়িৎ অপসারনে অপারগতাসহ বিভিন্ন কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো। ফলে ঈদ যাত্রায় চরম ভোগান্তি হয়েছে। তবে ফিরতি পথে এখন পর্যন্ত স্বস্তি রয়েছে।

এদিকে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার (১১ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৫৩৯ যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৩৮০ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ২৯ লাখ ২৪ হাজার ২৫০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২২ হাজার ১৫৯ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৯৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য দুইপাশেই দুটি আলাদা বুথ রাখা হয়েছে।

(এসএম/এসপি/জুন ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test