E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেবহাটায় ইটভাটা মালিককে ছুরিকাঘাত-লুটপাট, আটক তিনজনের বিরুদ্ধে মামলা

২০২৫ জুন ১৩ ১৯:১৮:৫৮
দেবহাটায় ইটভাটা মালিককে ছুরিকাঘাত-লুটপাট, আটক তিনজনের বিরুদ্ধে মামলা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সমন্বয়ক পরিচয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের জনপ্রতিনিধি ও ইটভাটা মালিকের কাছে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ছুরিকাঘাত, নগদ টাকা ও সোনার গহনা লুটপাটের ঘটনায় জনতার হাতে আটককৃত তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদি হয়ে আজ শুক্রবার ১৫১ ধারায় এ মামলা দায়ের করেন। বিকেলে তারা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। 

মামলার আসামীরা হলেন, দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলীমের ছেলে নাহিদ হাসান,আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে আব্দুর রহমান ও শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আফতাব মোল্লার ছেলে আব্দুর রহিম।

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে,পুষ্পকাটি গ্রামে কয়েকজন জমায়েত হয়ে শান্তিভঙ্গের চেষ্টা চালাচ্ছে। নিষেধ করার পরও তারা সেখানে অবস্থান করে গণ্ডগোল করতে পারে। সে কারণে ওই তিনজনকে আটক করা হয়। শুক্রবার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়। ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহেদী হাসান তাদের প্রত্যেককে ৫০০ টাকার বণ্ডে জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মোঃ আবু সাঈদ আনম তিনজনের জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া জানান, আটককৃত তিনজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গতঃ সমন্বায়ক পরিচয়ে পাঁচজন যুবক হাতে সটগান ও ধারালো ছুরি ও দা নিয়ে বৃহস্পতিবার দুপুর দুটোর দিকে দেবহাটার কুলিয়া ইউপি সদস্য ও বিসমিল্লাহ ব্রিকস এর মালিক পুষ্পকাটি গ্রামের গোলাম রব্বানীর বাড়িতে ঢোকে। দাবিকৃত ৫০ হাজার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ওই জনপ্রতিনিধিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে জখম করা হয়। এসময় তার ভাই আব্দুর রব এর স্ত্রী সেলিনা খাতুনের মাথায় সটগান ধরে নগদ নয় লাখ টাকা ও সাত ভরি ওজনের সোনার গহনা লুট করা হয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তিনজনকে আটক করে গণধোলাই দেয়। এরপরপরই পুলিশ এসে ওই তিনজনকে তাদের জিম্মায় নেওয়ার চেষ্টা করে। পুলিশের ভূমিকা রহস্যজনক মনে হওয়ার জনতা তাদেরকে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে। সেনাবাহিনী তাদেরকে রাতেই দেবহাটা থানায় সোপর্দ করে। তবে সমন্বায়কদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়া গোলাম রব্বানি বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসা নিতে পারননি। এমনকি থানায় মামলা দিতে পারেননি। এমনকি আটককৃতরা জামিনে মুক্তি পাওয়ার খবরে গোলাম রব্বানী ও তার স্বজনরা ছাড়াও প্রতিবাদকারীরা আক্রান্ত হতে পারে এমন আশঙ্কায় অনেকেই শুক্রবার বিকেল থেকে অন্যত্র চলে গেছে।

(আরকে/এসপি/জুন ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test