E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আয়োজনে ত্রুটি থাকায় প্রতিযোগীদের ক্ষোভ

যশোরে প্রথম বারের মত অনুষ্ঠিত হলো ‘রান ফর যশোর ১.০’ ম্যারাথন

২০২৫ জুন ১৩ ১৯:৫৫:০৯
যশোরে প্রথম বারের মত অনুষ্ঠিত হলো ‘রান ফর যশোর ১.০’ ম্যারাথন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : শহরের পিচ ঢালা আঁকাবাঁকা রাস্তায় দৌড়ে চলেছেন তিন শতাধিক প্রতিযোগী। প্রতিযোগীদের মধ্যে রয়েছেন শিশু, কিশোর- কিশোরী ও বৃদ্ধ। সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এই মানুষগুলোর সবার লক্ষ্য প্রথম স্থান অধিকার করা।

আজ শুক্রবার ভোর ৭ টাই যশোর শহরের টাউনহল ময়দান থেকে প্রথমবারের মত ‘রান ফর যশোর ১.০’ নামে দৃষ্টিনন্দন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ইয়াভ ফাউন্ডেশন। যশোর জেলাকে অরেঞ্জ সিটি করার জন্য এই আয়োজন। শহরের টাউন হল মাঠ থেকে শুরু করে চাঁচড়া মোড় এলাকা হয়ে পুনরায় টাউনহল মাঠে এসে শেষ হয় এ ম্যারাথন প্রতিযোগিতা।

ভোর বেলা দেশের বিভিন্ন এলাকা থেকে ম্যারাথনে অংশ নেওয়া মানুষদের পদচারণায় মুখরিত হয়ে উঠে টাউনহল ময়দানসহ শহরের রাস্তা। ব্যতিক্রমী এই ম্যারাথনের আয়োজকরা বলছেন, যশোর শহরকে অরেঞ্জ সিটি করা ও মানুষদের সক্ষমতা বাড়ানোর জন্য যশোরে প্রথম বারের মত এমন আয়োজন করা হয়েছে।

আয়োজনে কিছু সীমাবদ্ধতা থাকলেও প্রথমবারের মত যশোর জেলা উপভোগ করেছে ‘রান ফর যশোর ১.০’ ম্যারাথন। প্রতিযোগিতা শেষে সেরা ৩ জন, মেয়ে ক্যাটাগরিতে ১জন, বাচ্চা ক্যাটাগরিতে ১ জন ও ৫ জনকে প্রাইজ মানি দেওয়া হয়। এছাড়া ম্যারাথনে অংশ নেওয়া ৩ শতাধিক প্রতিযোগীকে সনদ পত্র ও মেডেল দেওয়া হয়। তবে, মেডেল সংকটের কারণে অনেকের মেডেলটি পরবর্তীতে পৌছে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন, ইয়াভ ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আবুল কালাম আজাদ লিটু, ভোরের সাথির সভাপতি ডা. আব্দুর রুউফ, ম্যারাথন প্রতিযোগীতার যুগ্ম আহবায়ক মোক্তার আলী, নাসিম উদ্দীন খান, ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রহিত রায়, হর্ণ মোবাইল কোম্পানির রিজন ম্যানেজার ইফতেখারুল হক শিশির প্রমুখ।

এদিকে, ম্যারাথনে অংশগ্রহণ অংশ নেওয়া অনেকেই আয়োজক কর্তৃপক্ষের সীমাবদ্ধতার প্রশ্ন তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন।

ম্যারাথনে অংশ গ্রহণকারি নুরুন নবী চৌধুরি বলেন, যশোরে প্রথম ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আয়োজক কর্তৃপক্ষের টুকটাক ত্রুটি থাকলেও সবাই মিলে অংশগ্রহণ করতে পেরে অন্য রকম অনুভূতি কাজ করছে।

সিরাজগঞ্জ থেকে আসা সায়েম শেখ অভিযোগ করে বলেন, আমরা জাতীয় পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণ করি।তবে যশোরে প্রথম এসে বিভ্রান্তির শিকার হয়েছি। যথেষ্ট স্বেচ্ছাসেবক না থাকাতে আমাকে ভুল পথে বাড়তি তিন কিলোমিটার দৌড়াতে হয়েছে। এমন আয়োজন করলে অবশ্যই সার্বিক প্রস্তুতি রাখতে হয়। আমরা বিভিন্ন গ্রুপে বিষয়টি জানাবো। এটা যশোরের জন্য দূর্নাম।

খুলনা থেকে আসা পারভেজ পলাশ বলেন, তাদের সাথে অনিয়ম করা হয়েছে। সঠিক ব্যবস্থাপনা থাকলে তিনি প্রথম স্থান অর্জন করতে পারতেন।

ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রহিত রায় বলেন, প্রথম বারের মত এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। সারাদেশ থেকে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আয়োজনে ত্রুটি থাকতে পারে। পরবর্তীতে ভুলগুলো সংশোধনের চেষ্টা করা হবে।

ইয়াভ ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আবুল কালাম আজাদ লিটু বলেন, যশোরে প্রথম বার এমন আয়োজন করা হয়েছে। যশোর শহরকে অরেঞ্জ সিটি করার জন্য বিভিন্ন ধরণের সামাজিক কাজ করছে ইয়াভ ফাইন্ডেশন। আমরা চাই প্রতিবছর এমন প্রতিযোগিতার আয়োজন করা হোক।

এদিন, বিকেলে টাউনহল ময়দানের রওশন আলী উন্মুক্ত মঞ্চে কনসার্ট ফর এন্টি ভায়োলেন্স ২.০ অনুষ্ঠিত হয়।

(এসএ/এসপি/জুন ১৩, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test