E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত  ৫

২০২৫ জুন ১৪ ১৭:৫৬:৫০
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত  ৫

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৭ জন। হতাহতদের উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

শুক্রবার (১৩ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট নুরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ রয়েছে।

নিহতরা হলেন- পঞ্চগড় জেলার বোদা উপজেলার সেনাসদস্য এরশাদ হোসেন ওরফে রাসেদ (২৫), একই উপজেলার হাসেমের মেয়ে তামান্না আক্তার (২৫) ও বাসের হেলপার নওগাঁ সদরের পারমিকার গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আমিনুল ইসলাম (৩০)।

আহতরা হলেন- পঞ্চগড়ের বোদা উপজেলার শহর কুমারী এলাকার মতিয়ার রহমানের ছেলে সাকিব হোসেন ও তার স্ত্রী মৃত্তিকা, একই উপজেলার ইসলামপুর এলাকার নাসিমা বেগম, বালাভিট এলাকার জসিম উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম, দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকার আব্দুল মাওলানার ছেলে রানা হোসেন এবং ঢাকার মতিঝিল এলাকার সুরু মিয়ার ছেলে ফকরুল ইসলাম।

পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস যাত্রীদের নিয়ে ঢাকায় যাচ্ছিলো। এসময় ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধারে আমবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। বাসটি সড়কে থেমে থাকা ট্রাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনে দরজার পাশের অংশটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত ৭ জনের মধ্যে ৫ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

প্রত্যক্ষদর্শী মজিবর রহমান জানান, আম বোঝাই একটি ট্রাকের ঢালার (ক্যাবিনের পিছনের অংশ) ত্রুটি দেখা দেয়। এসময় রাস্তার পাশে দাঁড় করিয়ে ট্রাক থেকে আমের ক্যারেট রাস্তার পাশে রাখার কাজ চলছিলো। তার কিছু সময় পর আরও একটি বালু বোঝাই ট্রাকের চাকা পামচার হওয়ায় সেই ট্রাকের চাকার পরিবর্তনের কাজ চলছিলো। হঠাৎ একটি যাত্রীবাহী কোচ প্রথমে আমের মিনি ট্রাক এবং পরে বালু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে কোচ গাড়িটির বাম অংশ বালু বোঝাই ট্রাকের ঢালার ভিতরে অর্ধেক অংশ ঢুকে যায় এবং কোচ গাড়ির বাম অংশ সামনে থেকে অন্তত পনেরোটি সিট দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতের উদ্ধার করে।

(এসএস/এসপি/জুন ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test