E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে 

ঈদের ছুটি শেষ তাই বেড়েছে যাত্রীর চাপ

২০২৫ জুন ১৪ ১৯:২৬:১৬
ঈদের ছুটি শেষ তাই বেড়েছে যাত্রীর চাপ

মাদারীপুর প্রতিনিধি : ঈদ-উল-আযহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি আজ শনিবার (১৪ জুন) শেষ হবে। আগামীকাল রবিবার (১৫ জুন) থেকে অফিস খোলা। তাই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীর চাপ বেড়েছে। 

শনিবার (১৪ জুন) দুপুর থেকেই যাত্রী চাপ বেড়েছে কয়েকগুন। পদ্মা সেতুর কারণে মাত্র দুই ঘন্টায় মাদারীপুর থেকে ঢাকার ভিতরে ঢুকতে পারায় আজ শেষ দিনে যাত্রীর চাপ বেড়েছে। শুধু মাদারীপুর নয় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে ঈদ করতে আসা দক্ষিণাঞ্চলে ২১ জেলার মানুষ ঢাকা ফিরছেন। তাই বেড়েছে যাত্রীর চাপ।

খোজ নিয়ে জানা গেছে, এবার টানা ১০ দিন ছুটি থাকায় দক্ষিণাঞ্চলে ২১ জেলার বহু মানুষ গ্রামের বাড়িতে ঈদ করেছেন। পদ্মা সেতুর জন্য সহজেই ঢাকা যেতে পারায় ছুটির শেষ দিনে ভীর বেড়েছে। তবে গত দুই দিন ধরে যাত্রী চাপ থাকলেও শেষ দিনে তা কয়েকগুন বেড়েছে। এদিকে যাত্রী চাপ বেশি থাকায় পরিবহণগুলোতে ধারণ ক্ষমতার চেয়েও যাত্রী নিয়ে ঢাকা ছুটছেন। ভাড়াও বেশি নেয়া হচ্ছে। অনেকেই দূরপাল্লার পরিবহণে সিট না পেয়ে লোকাল বাসগুলোতেও দাড়িয়ে দাড়িয়ে ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছেন।

খোজ নিয়ে আরো জানা গেছে, ঘন্টায় ৮০ কিলোমিটার গতিসীমায় মহাসড়কগুলোতে পরিবহণ চালানোর কথা থাকলেও তা মানা হচ্ছেনা। ফলে এই ঈদের সময় সড়ক দুর্ঘটনা লেগেই থাকে। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের অংশে গত তিনদিনে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য ৪৫ টি পরিবহণকে মামলা দেয়া হয়েছে।

মাদারীপুর থেকে ঢাকাগামী যাত্রী ফাতেমা আক্তার তমা বলেন, আমি স্বামী ও সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছিলাম। আজ ছুটি শেষ। তাছাড়া এখন পদ্মায় ফেরি বা লঞ্চের ঝামেলা নেই। ব্রীজের কারণে দুই ঘন্টায় ঢাকা যাওয়া যায়। তবে ঢাকার ভিতরে অনেক জ্যাম থাকে। তবুও ছুটির এই শেষ দিনে ঢাকা যাচ্ছি।

সার্বিক পরিবহণের চালক মতিউর রহমান বলেন, আজ ছুটির শেষ দিনে যাত্রীর চাপ অনেক বেশি। যাত্রীর চাপ অনুযায়ী পরিবহণের সংখ্যা কম। তাই ঢাকায় যাত্রী নামিয়ে আবার ফিরে এসে যাত্রী নিতে হচ্ছে।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. আশিকুর রহমান বলেন, দুর্ঘটনা এড়াতে আমরা সর্তক অবস্থানে আছি। আমরা হাইওয়েতে স্পীডগানের মাধ্যমে যানবাহনের গতি নির্ণয় করে থাকি। শুক্রবারও অতিরিক্ত গতির কারণে ১৯ টি যানবাহনকে মামলা দেয়া হয়েছে। এছাড়াও হাইওয়ের শিবচরের অংশে আমরা গত তিন দিনে ৪৫ টি যানবাহনকে মামলা দিয়েছি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে যাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করছি। যাতে করে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষগুলো নিরাপদে যেতে পারেন।

(এএসএ/এসপি/জুন ১৪, ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

পাঠকের মতামত:

০১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test