E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই বোরহান নিহত

২০২৫ জুন ১৪ ১৯:৩৩:৩৪
বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই বোরহান নিহত

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যে মানুষগুলো আইন-শৃঙ্খলা রক্ষা করে চলেন, তাদের একজন ছিলেন এসআই বোরহান উদ্দিন (২৭)। ফরিদপুরের বোয়ালমারীতে এক ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সেই তরুণ পুলিশ কর্মকর্তার জীবন থেমে গেল  মর্মান্তিক ভাবে।

শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসআই বোরহান উদ্দিন মাগুরার মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন। বাড়ি যশোরের অভয়নগর থানার পায়রা গ্রামে। তিনি কোবাদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে তিনি মোটরসাইকেলে করে মহম্মদপুর থেকে বোয়ালমারীর দিকে আসছিলেন। সোতাসী ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, “তার মাথায় হেলমেট ছিল না বলেই ধারণা করা হচ্ছে। মাথার পেছনে প্রচণ্ড আঘাত লেগে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।”

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “দায়িত্বপালনের সময় এসআই বোরহান মৃত্যুবরণ করেছেন—এটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি।”

বোয়ালমারী থানার ওসি মাহামুদুল হাসান বলেন, “তার মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিরাপত্তা দিতে গিয়ে যারা নিজেদের জীবন উৎসর্গ করেন, এসআই বোরহান ছিলেন তাদেরই একজন। তার এই আকস্কিক মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বোরহানের এমন আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।

(কেএফ/এসপি/জুন ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test