E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাটোরে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা, ১ জনের মৃত্যু

২০২৫ জুন ১৪ ২০:১০:৩৫
নাটোরে আ’লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা, ১ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে আওয়ামীলীগের দুই গ্রুপের হামলা ও পাল্টা হামলার ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম রওশন আলী রুশা (৬৫)। সে উপজেলার জোনাইল দীঘইর গ্রামের মৃত জুরান আলীর ছেলে। শনিবার সকাল ১১টার দিকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার সন্ধ্যায় জোনাইল বাজারের একটি চায়ের দোকানে সে সহ তার পক্ষের ৫ জনের ওপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষ। এতে আহত অবস্থায় তাকে এবং আহত আরও ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন বৃহস্পতিবার অপর পক্ষের পাল্টা হামলায় আরও ৫ জন আহত হয়।  

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আওয়ামীলীগের শাসনামলে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ দুই ভাগে ভাগ হয়। একটি হলো আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ও অপরটি হলো বিদ্রোহী প্রার্থী তোজাম্মল হক তোজাম। নির্বাচনকে ঘিরে এই বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। তারই জের ধরে দুই পক্ষের নেতা-কর্মীরা হামলা ও পাল্টা হামলা চালায়। গত বুধবার ও বৃহস্পতিবার দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হয় দীঘইর গ্রামের রওশন আলী রুশা (৬৫), হাবিবুর রহমান (৩৫), হাশেম আলী (৪৫), জিয়ারুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (২৭), বজলুর রহমান (৫০), সাদ প্রামাণিক (৪৭), আরিফ শেখ (৪০) এবং ফরহাদ সরকার (৬০)।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, উভয় পক্ষের হামলার ঘটনায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। এ ব্যাপারে একজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত রওশন আলীর রুশার লাশ ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দোষীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

(এডিকে/এসপি/জুন ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test