E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে আ’লীগ নেতা কামালের পদত্যাগ 

২০২৫ জুন ১৫ ১৭:৩৪:৪৬
গোপালগঞ্জে আ’লীগ নেতা কামালের পদত্যাগ 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ ও  রাজনীতি থেকে অবসরের ঘোষনা দিয়েছেন  কামরুজ্জামান কামাল মিয়া ।

শনিবার (১৪ জুন)  মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। কারণ হিসেবে ‘শারীরিক অসুস্থতাকে’ উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিয়ে কামরুজ্জামান কামাল মিয়া বলেন, ‘ আমি বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদকের পদে রয়েছি। আমি হৃদরোগ সহ শারীরিক নানাবিধ সমস্যায় ভুগছি। শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতিতে সক্রিয় থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না । তাই আমি স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ড থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পদত্যাগপত্র লিখেছি। এটি দ্রুত জমা দিয়ে দেবেন বলেও তিনি সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের জানান।’

কামাল আরও বলেন ‘শারীরিক অসুস্থতার কারণে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই । আর কখনো রাজনীতি করবো না বলেও তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

কামরুজ্জামান কামালের ফোনে বাবরবার ফোন দেওয়া হলেও তারা নম্বরটি আর ব্যবহৃত হচ্ছে না বলে গ্রামীণ ফোনের ভয়েজ রেকর্ড থেকে জানানো হয়। এ কারণে তার আর কোন বক্তব্য পাওয়া যায়নি।

পদত্যাগে আগ্রহী আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামালের ছেলে তন্ময় মিয়া মুঠোফোনে বলেন, আমার বাবা সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেবেন। আওয়ামী লীগের সব নেতা পলাতক রয়েছে। তারপরও আমার বাবা পদত্যাগপত্রটি দ্রুত জমা দেওয়ার জন্য চেষ্টা করছেন । বাবা শারীরিকভাবে অসুস্থ্য তাই তিনি আর রাজনীতিতে সময় দেবেন না । এখন সংসারে অবসর সময় কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন মুঠোফোনে বলেন, উপজলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান কামাল ৫ আগস্টের পর নিস্ক্রিয় হয়ে পড়েন। তিনি তারপর থেকে আওয়ামী লীগের অনলাইনের কোন মিটিংএ অংশ নেন নি। এখন তিনি শারিরীকভাবে অসুস্থ্য। এমন কারণ দেখিয়ে শনিবার সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষনা দিয়েছেন। তবে এখনো পদত্যাগপত্র জেলা আওয়ামী লীগের কোন নেতার কাছে জমা দিতে পেরেছেন কিনা, তা আমার জানা নেই।

(টিপি/এএস/জুন ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test