E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড় সীমান্তে এক যুবকের মৃত্যু

২০২৫ জুন ১৫ ১৭:৫৪:২১
পঞ্চগড় সীমান্তে এক যুবকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঝুলিপাড়া সীমান্তে  রাজু ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশী যুবকের মৃত্যু  হয়েছে। শনিবার দিবাগত রাত ৩ টায় এই ঘটনা ঘটে। মৃত রাজু ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। মরদেহের সুরতহালে তার দুই পায়েই  ক্ষতচিহ্ন পেয়েছে পুলিশ। 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, 'রাজু নামের যে ব্যক্তি মারা গেছেন তাঁর বাবার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন তার অসুস্থ ছেলেকে হাসপাতালে নেওয়ার পথে স্টোক করে মারা গেছে।

এ বিষয়ে গতরাতে কর্তব্যরত আমাদের দুটি টহলদলের দায়িত্বরতদের সাথে কথা বলে জানতে পেরেছি, রাতে ওই সীমান্তে কোন গুলির শব্দ তারা শোনেনি, এলাকাবাসী একই কথা বলেছেন।' মৃত ব্যক্তির পায়ে যেহেতু ক্ষতচিহ্ন রয়েছে, বিষয়টি নিশ্চিত হবার জন্য অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।'

পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, 'বিষয়টি তদন্তধীন, এ মূর্হুতে মন্তব্য করা ঠিক হবে না।'

এ বিষয়ে হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, 'মৃত রাজুর দুই পায়ে গুলির স্পষ্ট ক্ষত থাকার পরও তারা বলছে হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এর আগেও এই সীমান্তে একাধিক ব্যক্তি বিএসএফের গুলিতে মারা গেছে। এখানে কিছু অংশ কাটাতাঁরের বেড়া না থাকায় চোরাকারবারীরা গরু আনতে এই পথ ব্যবহার করে।'

এলাকারবাসীর ধারণা কাল রাতে বৃষ্টি হয়েছে এই সুযোগে চোরাই পথে গরু আনতে গিয়ে রাজু সম্ভবত গুলিবিদ্ধ হয়েছে।রাজু’র সাথে থাকা অন্যান্যরা তাকে আহত অবস্থায় বাড়ি পৌঁছে দেবার পর সে মারা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

(এআর/এএস/জুন ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test