E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য, কমিউনিটি মেডিকেল অফিসারকে গণধোলাই

২০২৫ জুন ১৫ ১৯:৩০:১৩
নবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য, কমিউনিটি মেডিকেল অফিসারকে গণধোলাই

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবী করিম (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে স্থানীয় জনতা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার (অবঃ) ডা. আহম্মদ আলীকে গণপিটুনী দিয়েছে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ওই চিকিৎসককে উদ্ধার করে।

আজ রবিবার দুপুরের দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ফুটবল মাঠের নিকট এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, নবাবপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার (অবঃ) ডা. আহম্মদ আলী রবিবার সকালে বেরুলী বাজারে চায়ের দোকানে নবী করিম (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে গাছের সাথে বেঁধে গণপিটুনি দেয়।পরে তার গলায় জুতার মালা দেওয়া হয়।

বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নেতা খোন্দকার মনির আজম মুন্নু বলেন, নবী (সা.) কে নিয়ে সকালে একটি চায়ের দোকানে ডা. আহম্মদ আলী কুটক্তি করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে এলোপাথারী ভাবে মারধর করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও আমাদের নেতৃবৃন্দ, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু সহ আমাদের সহায়তায় সেনাবাহিনী তাকে ও তার ছেলেকে রাজবাড়ীতে নিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার মোঃ জামাল উদ্দিন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জনরোসের হাত থেকে রক্ষা করতে তাকে ও তার ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে আনা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(একে/এসপি/জুন ১৫, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test