E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

২০২৫ জুন ১৬ ১৭:৩৪:৫৪
কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রিপন মারমা, রাঙ্গামাটি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম। কর্ণফুলী কলেজ ছাত্রদলের আহবায়ক ফাহিম সারিয়ার, কর্ণফুলী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন অপু, বর্তমান কমিটির সহ-সভাপতি মো: তারেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদ আরাফাত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান প্রমুখ।

কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন অপু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশ ও সমাজের কল্যাণে সদা সচেষ্ট থাকবে।
আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছি এবং ভবিষ্যতেও সঠিকভাবে সকল কর্মসূচি পালনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

বৃক্ষরোপণ কর্মসূচির পর কলেজ ছাত্রদলের আহবায়ক ফাহিম সারিয়ার বলেন, নবগঠিত কমিটির এটি প্রথম উদ্যোগ, যা বৃক্ষরোপণের মাধ্যমে তাদের সংগঠনের যাত্রা শুরু করল। আমরা যতদিন দায়িত্বে থাকব, ততদিন সংগঠনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

(আরএম/এসপি/জুন ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test