E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরের রত্নগর্ভা সুফিয়া খাতুনের ইন্তেকাল

২০২৫ জুন ১৬ ১৮:০৭:১৫
চাটমোহরের রত্নগর্ভা সুফিয়া খাতুনের ইন্তেকাল

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌর সদরের পাঠানপাড়া মহল্লার বাসিন্দা মরহুম ডা. মোস্তাফিজুর রহমান এর স্ত্রী সুফিয়া খাতুন (৮৬) বার্ধক্যজনিত কারণে রোববার (১৫ জুন) বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন ছিলেন সুফিয়া খাতুন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রত্নগর্ভা সুফিয়া খাতুন মৃত্যুকালে ৪ ছেলে ডা. খোকন, প্রকৌশলী রিটন, প্রকৌশলী মিঠু, প্রকৌশলী মিলন, ৩ মেয়ে ডা. রিনা, রিতা ও জেসমিনসহ নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ যোহর চাটমোহর শাহী মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা নামাজ শেষে কাজীপাড়া শাহী কবরস্থানে দাফন করা হয়।

(এসএইচ/এসপি/জুন ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test