E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি পদে প্রার্থী হলেন বাশার শেখ

২০২৫ জুন ১৬ ২৩:৫৭:০১
আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি পদে প্রার্থী হলেন বাশার শেখ

স্টাফ রিপোর্টার : আসন্ন আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচন উপলক্ষে সভাপতি পদে মনোনয়নপত্র গ্রহণ করেছেন স্থানীয় ব্যবসায়ী আবুল বাশার শেখ। তিনি সমিতির সাবেক সভাপতি মরহুম নজির শেখের পুত্র।

১৬ জুন, রবিবার দুপুরে তিনি আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয় (হাসপাতাল রোড) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহকালে সাংবাদিকদের উদ্দেশ্যে আবুল বাশার শেখ বলেন,

“আমি আলফাডাঙ্গা উপজেলার সদর বাজারের একজন ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছি। আমার প্রয়াত বাবা নজির শেখ মৃত্যুর আগ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি তার পথ অনুসরণ করেই বাজারের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।

বাজারের যানজট, ড্রেনেজ সমস্যা, নিরাপত্তা ব্যবস্থা ও ব্যবসায়ীদের পারস্পরিক সংহতি বাড়ানোর বিষয়গুলো আমার অগ্রাধিকার থাকবে। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।

আমি সকল ব্যবসায়ী ভাইয়ের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি— যাতে আপনাদের সেবক হিসেবে কাজ করতে পারি, নেতৃত্ব নয়, সহযোগী হিসেবেই পাশে থাকতে চাই।”


নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই (শুক্রবার)। এ নির্বাচনে মোট চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে— সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাশার শেখের সঙ্গে উপস্থিত ছিলেন– মো: দাউদ হোসেন, মো: ইকবাল হোসেন, মো: আহসান হাবীব, মো: ওহিদুর রহমান, মো: আলিয়ার রহমান, মিয়া শাহাবুদ্দিন, মো: লুৎফর রহমান, ফয়সাল হোসেন, মো: ইলিয়াস হোসেনসহ আরও অনেকে।

এবারের নির্বাচন পরিচালনায় দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশনার মো: মিরাজ হোসেন, প্রকাশ কুন্ড ও হারুন অর রশিদ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খসবুর রহমান খোকন।

(টিইউ/এএস/জুন ১৬, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test