E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরার সুন্দরবনে অস্ত্রসহ দুই জলদস্যু আটক

২০২৫ জুন ১৭ ১৬:০৪:২৩
সাতক্ষীরার সুন্দরবনে অস্ত্রসহ দুই জলদস্যু আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অস্ত্রসহ সুন্দরবনের দুই জলদস্যুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন যতীন্দ্রনগর ও মীরগাং একালা থেকে সোমবার রাত ১১ টার দিকে পৃথকভাবে তাদেরকে আটক করা হয়। পরে ওই দুই জলদস্যুর দেয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত নৌকা তল্লাশি করে একটি একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ।

আটককৃত জলদস্যুরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের নওশাদ গাজীর ছেলে নজির গাজী (৬৫) ও কয়রা থানার গোবরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম (৪০)।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে দুইজন অপরিচিত ব্যক্তি শ্যামনগরের সুন্দরবন এলাকার যতীন্দ্রনগর বাজারে এসে পৌঁছায়। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য মাইক্রো বা ভাড়ায় চালিত মটর সাইকেলের খোঁজ করছিল। একপর্যায়ে তাদের সন্দেহ হলে নাম-পরিচয়সহ সুন্দরবন এলাকায় আসার কারণ জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাজারে উপস্থিত লোকজন ধাওয়া করলে অন্যরা পালিয়ে যায় এবং দিদারুলকে আটকের পর পুলিশকে খবর দেয়। দিদারুল জিজ্ঞাসাবাদে নজিরের নাম করে। পরবর্তীতে সুন্দরবন সংলগ্ন নদীর চরে রাখা তাদের ব্যবহারিত নৌকার পাশ থেকে নজিরকে আটক করে গ্রামবাসী। কিন্তু নজিরের ছেলে পালিয়ে যায়।

আটক নজির গাজী বলেন, ১০ হাজার টাকার চুক্তিতে সুন্দরবনের জোনাব বাহিনীর দুই সদস্যকে যতীন্দ্রনগর বাজার পর্যন্ত পৌছে দেয়ার দায়িত্বে ছিলেন।

আটক দিদারুল বলেন, তিনি নজির গাজীর শ্রমিক হিসেবে সুন্দরবনে কাজ করেন। নজিরের ছেলে আব্দুর রহিমের সাথে পরিচয় হওয়ার পর থেকে সুন্দরবন কাজ করতে শুরু করেন। সে আরও বলেন সুন্দরবন থেকে তারা মীরগাঙ এলাকায় মনি নামের একজনের বাড়িতে এসে ওঠেন। তারপর বাড়ি যাওয়ার জন্য গাড়ি খোঁজ করছিলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, নজির ও দিদারুলকে আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি মাছ ধরার নৌকা থেকে একটি বন্দুক ও একটি দা জব্দ করা হয়েছে। তারা মাছ শিকারীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করতেন বলে প্রাথমিক তথ্য মিলেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

(আরকে/এএস/জুন ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test