E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুর 

দোকান সংস্কারের নামে অবৈধ পিলার বসানোর অভিযোগ বাজার কমিটির সভাপতির বিরুদ্ধে

২০২৫ জুন ১৭ ১৭:০৫:১৫
দোকান সংস্কারের নামে অবৈধ পিলার বসানোর অভিযোগ বাজার কমিটির সভাপতির বিরুদ্ধে

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার ব্রক্ষ্মরাজপুরে অবৈধভাবে দোকানের আরসিসি পিলার নির্মাণ করে ছাদ ঢালাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদের বিরুদ্ধে। ব্রক্ষ্মরাজপুর  বাজারের ওই দোকানটি পূর্বে স্থানীয় পোস্ট অফিস হিসাবে ব্যবহৃত হয়ে আসছিলো।

স্থানীয়রা জানান, সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর বাজারে সরকারি খাস জমিতে একটি পোস্ট অফিস ছিলো। সম্প্রতি সেটি সরিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে পোস্ট অফিসের পুরাতন ভবনটির চারপাশে আরসিসি পিলার(বীম) বসিয়েছেন বাজার কমিটির সভাপতি আব্দুর রশিদ।
এ ব্যাপারে আব্দুর রশিদ জানান, এই জায়গাটি তিনি ইজারা নিয়েছেন। তিনি যা করছেন তার সবকিছুই প্রশাসন থেকে অনুমতি নিয়ে করেছেন এবং এই অনুমতি সম্পর্কিত কাগজপত্র তার কাছে রয়েছে।

এসময় সভাপতি আব্দুর রশিদের কাছ থেকে কাগজপত্র নিয়ে যাচাইবাছাই করে দেখা যায়, সেখানে ছাদ নির্মাণ করা যাবেনা মর্মে উল্লেখ রয়েছে, তবে পিলার বসানো সম্পর্কিত কোন তথ্য দেওয়া নেই।
এ বিষয়ে ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মো: মোস্তফা মনিরুজ্জামান বলেন, আমি জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেছি। ব্রক্ষ্মরাজপুর বাজারে যে দোকানটি সংস্কার করা হচ্ছে তার অনুমতি জেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে। সেখানে ছাদ নির্মান করা যাবেনা বলেও উল্লেখ রয়েছে। তবে আরসিসি পিলার(বীম) নির্মান সম্পর্কিত কোন তথ্য সেখানে না থাকায় বিষয়টি নিয়ে তিনি কোন কথা বলতে পারবেন না বলে জানান।

এ ব্যাপারে সাতক্ষীরা জেলার সহকারী ভূমি কর্মকর্তা অতীশ সরকার জানান, ইজারাকৃত জায়গায় দোকান বানাতে গেলে সেখানে আরসিসি পিলার(বীম) বসানো যাবে না এবং এটা দন্ডনীয় অপরাধ। এছাড়া কোন ছাদ দেওয়া যাবে না। তবে দেওয়াল বানিয়ে টিন দিয়ে দোকান ছেয়ে দেওয়া যাবে। এই বিষয়টি সরেজমিন তদন্ত করে যদি পিলার বসানোর প্রমান পাওয়া যায় তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ওই কাজ বন্ধ করে দেওয়া হবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ব্রক্ষ্মরাজপুর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, পিলারটি যেভাবে বানানো হয়েছে তা দেখে মনে হচ্ছে এটি সম্পূর্ন ছাদ দেওয়ার উদ্দেশ্যেই বানানো হয়েছে। একবার যদি পিলার বানিয়ে ফেলে তাহলে পরবর্তীতে কৌশলে সেখানে ছাদ দেওয়া হতে পারে। এজন্য প্রশাসনকে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, আব্দুর রশিদ বাজার কমিটির সভাপতি হওয়ায় পেশীশক্তির জোরে দোকানে পিলার বানিয়েছেন। অন্য কেউ এতদিন পিলার বানাতে পারেনি। আইন অমান্য করে এসব কর্মকান্ড তারা সহ্য করবেন না বলেও জানান।

(আরকে/এসপি/জুন ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test