E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে আবহাওয়ার যন্ত্র স্থাপনে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

২০২৫ জুন ১৭ ১৮:১৭:৪৭
মাদারীপুরে আবহাওয়ার যন্ত্র স্থাপনে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কেনা রেইন গজ মিটার স্থাপনে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের খামারবাড়িতে এই অভিযান চালানো হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে কেনা রেইন গজ মিটার স্থাপনে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান বুলবুল। এ সময় কৃষি সম্প্রসারণ কার্যালয়ের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চান তারা। তাৎক্ষণিক কাগজপত্র দেখাতে পারিনি কৃষি অফিস।

আরো জানা যায়, ২০১৮-১৯ অর্থ বছরে মাদারীপুর জেলার ৬০টি ইউনিয়নের মধ্যে ৫৬টি ইউনিয়নে আগাম আবহাওয়ার পূর্বাভাসের যন্ত্র রেইন গজ মিটার বসানো হয়। তাপমাত্রা, আদ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, ঝড়ের পূর্বাভাস, আলোকঘণ্টাসহ ১০টি বিষয়ে তথ্য সংগ্রহ করা। পরে তা কৃষকদের মাঝে প্রকাশের জন্য এই যন্ত্রগুলো বসানো হয়। এই কাজটি করার জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে উপসহকারি কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে, কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে বসানো রেইন গজ মিটার দেখাশোনা ও সাথে ইন্টারনেট সংযোগের জন্য প্রত্যেক উপসহকারি কৃষি কর্মকর্তাকে একটি করে ট্যাব, প্রিন্টার, সীম কার্ড ও মডেম দেয়া হয়। যার অধিকাংশেরই কোন হদিস নেই। রেইন গজ মিটার অকেজো ও যন্ত্রাংশের হদিস না থাকার এমন অভিযোগ পেয়ে মাদারীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরে অভিযানে যান দুদকের ৫ সদস্যের একটি দল। পাশাপাশি সরেজমিনেও প্রতিটি ইউনিয়নে গিয়ে খোঁজ নেয়া হচ্ছে। প্রকল্পে কোন অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা সেটিও যাছাইবাচাই করছে দুদক।

দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান বুলবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে অনুরোধ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্যউপাত্ত কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেই সাথে পরবর্তীতে আইনী পদক্ষেপ নেয়া হবে।

(এএসএ/এসপি/জুন ১৭, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test