E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় ওজনে কম ও রোগাক্রান্ত বাছুর বিতরণ না করে ফেরত দিয়েছেন ইউএনও

২০২৫ জুন ১৮ ১৮:১৭:২০
আগৈলঝাড়ায় ওজনে কম ও রোগাক্রান্ত বাছুর বিতরণ না করে ফেরত দিয়েছেন ইউএনও

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : সরকারী নিয়ম অনুযায়ি শারীরিক কাঠামোসহ ওজন ও সুস্থ বাছুর সরবরাহ না করায় জেলেদের মাঝে বিতরণ না করে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে বকনা বাছুর ফেরত পাঠিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।

গত মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্তরে ৮৫ জন মৎস্যজীবীর মধ্যে বাছুর বিতরণ করতে গিয়ে ৪০ জনকে বিতরণ করলেও বাকী ৪৫জনের বাছুর ফেরত পাঠিয়েছেন তিনি।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পর আওতায় অন্যান্য উপজেলা মতো ৮৫জন মৎস্যজীবির মধ্যে বকনা বাছুর বিতরণের কথা ছিল। দেশীয় মাছের প্রজণন রক্ষা ও জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।
সূত্র মতে, আগৈলঝাড়া উপজেলায় ৮৫ জন সুবিধাভোগীর মধ্যে বাছুর সরবারহের কার্যাদেশ দেয় হয় সিমেন্স এলাইন্স বিডি লিঃ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে। যার মালিক জনৈক মালিক ধীরেন্দ্র নাথ। প্রতিষ্ঠানের পক্ষে তার ম্যানেজার আব্দুল বেপারী ৮৫টি বাছুর উপজেলায় সরবরাহ করেন।

সূত্র মতে, সরকারী নিয়ম অনুযায়ি প্রতিটি বাছুর ৭০ কেজি ওজনের দেয়ার কথা থাকলেও ঠিকাদারে বাছুরের ওজন ছিল ৫৫ থেকে ৬০ কেজি। এছাড়াও বাছুরগুলো ছিল রোগাক্রান্ত।

জানা গেছে, মৎস্য কর্মকর্তার যোগশাযশে ঠিকাদার বাছুর প্রতি বরাদ্দকৃত ৪২ হাজার টাকার স্থালে ২৭ হাজার টাকায় বাছুর ক্রয়ের অলিখিত চুিক্তি করেন। ফলে নিয়ম অনুযায়ি বাছুর সরবরাহ করা যায়নি। ওই বাছুর বিতরণ করতে গিয়ে নির্বাহী অফিসার ফারিহা তানজিন রোগাক্রান্ত এবং ওজনে কম হওয়ায় বাছুর বিতরণ বন্ধ করে প্রতিটি বাছুর ওজন মাপাসহ সুস্থতা যাচাই করে ৪০টি বকনা বাছুর বিতরণ করলেও বাকী ৪৫টি বাছুর ফেরত পাঠিয়েছন ঠিকাদারের লোকজনের কাছে।

সুবিধাভোগী রাজিহার গ্রামের মনিরুজ্জামান ফকির, আমরা বাছুর আনার জন্য কাজ বন্ধ করে সারাদিন বসে থেকে খালি হাতে ফিরছেন।

ঠিকাদারী প্রতিষ্ঠানেরম্যানেজার আব্দুল বেপারী অভিযোগ প্রসঙ্গে বলেন, মানিকগঞ্জ ও দিনাজপুর থেকে ট্রাকযোগে বাছুর আনার কারণে ওজন কিছুটা কমে গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারা ফারিহা তানজিন বলেন, সরকারী নিয়ম অনুযায়ি যাচাই-বাছাই করে ৪০টি বকনা বাছুর মৎস্যজীবীদের মাঝে বিতরণ করা হয়েছে। বাকী ৪৫টি বাছুর ঠিকাদারকেফেরত দিয়ে পরে সরবরাহ করতে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তিতে সরবরাহ সাপেক্ষ বাকী মৎস্যজীবিদের মধ্যে এই সকল বাছুর বিতরণ করা হবে।

(টিবি/এসপি/জুন ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test