E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় সংঘবদ্ধ চোর চক্রের চার জন আটক

২০২৫ জুন ১৮ ১৮:২২:৪৩
আগৈলঝাড়ায় সংঘবদ্ধ চোর চক্রের চার জন আটক

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় রান্না করা খাবারে বিষ মিশিয়ে সবাইকে অচেতন করে সর্বস্ব লুটের সময় সংঘবদ্ধ চোর চক্রের চার জন আটক। এঘটনায় আটক চার জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় গৃহকর্তীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এজাহারের বরাত দিয়ে থানা অফিসার ইন চার্জ মো. অলিউল ইসলাম জানান, আগৈলঝাড়া থানার উত্তর বড়মগড়া গ্রামের বিজয় কবিরাজের বাড়িতে মঙ্গলবার রাতের খাবারের সাথে অজ্ঞান করা অসুধ মিশিয়ে সর্বস্ব লুট করার সময়ে গ্রামবাসী ও পুলিশের সহায়তায় সংগবদ্ধ চোর চক্রের চার জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো- উজিরপুর থানার হারতা গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মো. সুজন হাওলাদার (৩৬), চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার লতিফপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মো. আব্দুল কাদের (৪০), আগৈলঝাড়া থানার উত্তর বড়মগড়া গ্রামের মৃত মকবুল হোসেন বখতিয়ারের ছেলে মো. মোসলেম বখতিয়ার (৫৫) ও জাহাঙ্গীর আলম (৩০)। এঘটনায় বিজয় কবিরাজের ছেলে সাগর কবিরাজ বাদী হয়ে উল্লেখিত চার জনকে আসামী করে মামলা দায়ের করলে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্র মতে, কিছুদিন পূর্বে ওই বাড়িতে দিন মজুর হিসাবে কাজ করতে আসে আটক আসামী সুজন ও কাদের। ঘটনার দিন মঙ্গলবার বিকেলে বাদী ও তার বাবা পার্শ্ববর্তী জলিরপাড় কির্তন অনুষ্ঠানে যায়। এসময় মা শেফালী রানী (৪৫) বাড়িতে একা ছিল। সন্ধ্যায় সবার জন্য রাতের খাবার তৈরী করে বসত ঘরে নিয়া আসে তার মা। মায়ের কাজের ফাকে সংঘবদ্ধ দুস্কতিকারীরা ওই রান্না করা খাবাবে অচেতন করার অসুধ মিশিয়ে রাখে। মা শেফালী রানী রাতের খাবার খেয়ে গভীর ঘুমে ঘুমিয়ে পরেন। গভীর রাতে রাবা ও ছেলে কির্ত্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে তার মা’কে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ না পেয়ে ধাক্কা দিয়া ঘরের দরজা খুলে মাকে বিছানার উপর অজ্ঝান অজ্ঞান অবস্থায় দেখতে পায়। এ সময় ভাতের পাতিলের মধ্যের বিষ জাতীয় মিশ্রন দেখতে পায় ছেলে সাগর।

ছেলে সাগর ঘর থেকে লাইট নিয়ে বের হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে গ্রেফতারকৃত সুজন হাওলাদারকে একটি কাঁঠাল গাছের ডালের উপর বসা দেখতে পেয়ে তার ভিডিও চিত্র ধারন করে। এসময় সুজন গাছ থেকে লাফিয়ে সু-কৌশলে পালিয়ে যায়। এসময় চোর চোর ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে অসুস্থ্য মা’কে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। স্থানীয়রা খোজাখুজি করে সুজন ও মোসলেমকে একসাথে মোসলেমের বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের সাথে আরও লোকজন জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ি বিষয়টি পুলিশকে আবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরও দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়।

(টিবি/এসপি/জুন ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test