E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জয়ন্তী নদীর ভাঙনে ছোট হয়ে আসছে সফিপুর ইউনিয়ন

২০২৫ জুন ১৮ ১৮:৫৮:৪২
জয়ন্তী নদীর ভাঙনে ছোট হয়ে আসছে সফিপুর ইউনিয়ন

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : রাক্ষুসে জয়ন্তী নদীর অব্যাহত ভাঙনে বসত ভিটাসহ চরম হুমকির মুখে পরেছে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, মসজিদ, মন্দির ও ফসলি জমি। গত কয়েকদিনে নদীতে পানি বৃদ্ধি পাওয়ার পর ভাঙন এখন তীব্রতর হয়েছে।

ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েক একর ফসলি জমি। এতে করে মানচিত্র থেকে ছোট হয়ে আসছে বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়ন। ফলে নদী ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠান, বসত বাড়ি, হাট-বাজার, মসজিদ, মন্দিরসহ ফসলি জমি রক্ষার দাবিতে জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। একই দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।

আজ বুধবার সকালে জয়ন্তী নদীর পাড়ে সফিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় বক্তারা জয়ন্তী নদীর ভাঙন থেকে সফিপুর ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েকশ’ পরিবার এবং ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান, দুইটি বাজার, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ ফসলি জমি রক্ষা করতে দ্রুত নদী তীরে বাঁধ নির্মানের দাবি করেছেন।

বক্তারা আরও বলেন, জরুরি ভিত্তিতে বাঁধ নির্মান করা না হলে চলতি বর্ষা মৌসুমে নদী ভাঙনে উল্লেখযোগ্য স্থাপনাসহ শত শত বসত বাড়ি ও কয়েক হাজার একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এতে করে সফিপুর ইউনিয়নে দারিদ্রের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠিত সভায় হাজী সৈয়দ বদরুল হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ স ম শাহাদাত হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধানশিক্ষক মেহেদী হাসান, উপজেলা বিএনপির সদস্য মজনু মুন্সী, ডা. নাসির উদ্দীন, ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হাওলাদার, জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি জাকির হোসেন, ইউপি সদস্য আলী আহম্মেদ সোহাগ খান, যুবদল নেতা মনোয়ার হোসেন নিপু চৌধুরীসহ অন্যান্যরা। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জুন ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test