E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আওয়ামী দুঃশাসন বিএনপি নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গেছে’

২০২৫ জুন ১৯ ১৬:২৬:৫২
‘আওয়ামী দুঃশাসন বিএনপি নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গেছে’

রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, আওয়ামী দুঃশাসন বিএনপি নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গেছে। স্বৈরাচারিতা, অন্যায়, জুলুম, নির্যাতন, দুর্নীতি ও দুঃশাসনের কারণে আজ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে দলটি।

সে জন্য বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে স্বপ্ন দেখছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে জামালপুর অডিটরিয়ামে সদর উপজেলা বিএনপি আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন নির্বাচন প্রসঙ্গে বলেন, বাংলাদেশের মানুষ আগামীদিনে দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত একটি বাংলাদেশ গড়তে আমাদের নিয়ে স্বপ্ন দেখছে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সঠিক পথচলা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই। যদি পথচলায় বিএনপির নেতাকর্মীরা ভুল করে, তাহলে রাজনৈতিকভাবে শুধু বিএনপি মুখ থুবড়ে পড়বেনা, এই বাংলাদেশের অগ্রযাত্রাও মুখ থুবড়ে পড়বে।

তিনি আরও বলেন, আওয়ামী দুঃশাসনের অবসান একদিকে যেমন এই জাতিকে কলঙ্কমুক্ত করেছে তেমনি বিএনপিকে রাজনৈতিকভাবে সমৃদ্ধ করেছে। একইভাবে আওয়ামী দুঃশাসনের অবসান বিএনপি নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গিয়েছে। আমরা যদি সেই শিক্ষা নিয়ে চলি তাহলে আমাদের কেউ ভুল ধরতে পারবে না। আর যদি আমরাও একই ভুল করি তাহলে আমাদের পরিণতিও একই হবে। কিন্তু আমরা সেই ভুল করতে চাই না। তিনি নেতাকর্মীদের জনগণের কথা চিন্তা করে পথচলার আহ্বান জানান।

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় বিশেষ সাধারণ সভায় সদর উপজেলা বিএনপির আওতাধীন ১৫টি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/জুন ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test