E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লোহাগড়ায় ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য, জনদুর্ভোগ লাঘবে অভিযোগ

২০২৫ জুন ১৯ ১৬:৩০:৫৪
লোহাগড়ায় ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য, জনদুর্ভোগ লাঘবে অভিযোগ

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে এক শ্রেণীর ব্যবসায়ীরা দেদারসে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এতে করে, জনসাধারণের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ফুটপাত দখল করায় যানবাহন চলাচলের ক্ষেত্রে মারাত্মক বিঘ্ন ঘটছে। প্রায়শই ওই এলাকায় সৃষ্টি হচ্ছে যানজটের। চলতি বর্ষা মৌসুমে সৃষ্ট অবস্থা চরমে উঠেছে। এহেন পরিস্থিতিতে ভুক্তভোগী মানুষজন অনেকটা বাধ্য হয়েই সৃষ্ট সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনসহ থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগীরা জানান, লক্ষীপাশা চৌরাস্তা থেকে লোহাগড়া বাজারগামী সড়কটি এমনিতেই ভাঙাচোরা। দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত বা সংস্কার না করায় বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সামান্য বৃষ্টিতেই সেখানে পানি-কাদা জমে জনসাধারণের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। তার ওপর সড়কের দু'পাশের ফুটপাত দখল করে দোকানীরা তাদের মালামাল রাখায় চলাচলের পথ আরও সংকুচিত হয়ে পড়েছে। এতে করে, ওই সড়ক দিয়ে জনসাধারণের চলাচলে মারাত্মক ঝুঁকি এবং দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাজার কমিটি ও আশপাশের সচেতন ব্যবসায়ীরা বারবার নিষেধ করা সত্ত্বেও অভিযুক্ত ব্যবসায়ীরা কোনো কর্ণপাত করছেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলেও মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে।

বি এম ফয়সাল আহম্মদ পরাগসহ একাধিক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ' প্রশাসনিক এলাকা লক্ষ্মীপাশা থেকে লোহাগড়া বাজার অভিমুখী একমাত্র সড়কটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিনেও সংস্কার বা মেরামত না করায় এহেন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। তারপরেও স্হানীয় কতিপয় ব্যবসায়ী তাদের পণ্য সামগ্রী ফুটপাত দখল করে দেদারসে বিক্রি করায় জনসাধারণের চলাচলে মারাত্মক ঝুঁকি এবং দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। সমস্যা সমাধানের জন্য ভুক্তভোগীরা পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বলেন, ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের জন্য দরপত্র ( টেন্ডার) আহবান করা হয়েছে। সহসাই এ সমস্যা সমাধান করা হবে বলে তিনি জানিয়েছেন।

(আরএম/এএস/জুন ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test