E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জুলাই হত্যা মামলার আসামি মনোয়ার হোসেন মুন্নার হাজার কোটি টাকার দুর্নীতি, দুদুকে অভিযোগ সত্ত্বেও ধরাছোঁয়ার বাইরে

২০২৫ জুন ১৯ ১৬:৩৬:২৮
জুলাই হত্যা মামলার আসামি মনোয়ার হোসেন মুন্নার হাজার কোটি টাকার দুর্নীতি, দুদুকে অভিযোগ সত্ত্বেও ধরাছোঁয়ার বাইরে

বিশেষ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্দিরগঞ্জ থানা এলাকায় রফিকুল ইসলাম নামের এক ছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক ফুটবলার মোঃ মনোয়ার হোসেন মুন্না ও তার পুত্র ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবরার খান তাহমিদ এর  বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রাজধানীর একাধিক স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর তারা সরাসরি ও নিজস্ব বাহিনী দিয়ে গুলি চালিয়েছে।

এক অনুসন্ধানে জানা যায় যে, রাজধানীর শাহজাহানপুর থানার নিবাসী মুন্না একজন চিহ্নিত প্রতারক, সন্ত্রাসী, ভূমি দস্যু ও আওয়ামী ক্যাসিনো ব্যবসায়ী । সে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন ক্লাবের ক্যাসিনোর ব্যবসার মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করে । সে যুবলীগ নেতা ক্যাসিনো সম্রাটের ব্যবসায়িক পার্টনার।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখল ও বাড়ি দখলের অভিযোগ রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ৫০ টি টাওয়ার ও ৩০০টির ও বেশি ফ্ল্যাট রয়েছেl এছাড়াও তার রয়েছে ২৭ টি কারগো জাহাজ । তার সমস্ত সম্পদ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় অবৈধভাবে অর্জন করা।

অনুসন্ধানে আরো জানা গেছে, রাজধানীর মালিবাগ, গুলবাগ, শান্তিবাগ, খিলগাঁও, রামপুরা, এলিফ্যান্ট রোড, মোহাম্মদপুর, র্ইন্দিরা রোড, উত্তরা ঢাকার বাইরে সাভার,গাজীপুরসহ অন্য এলাকায় মনোয়ার হোসেন মুন্নার ভবনগুলো রয়েছে। তথ্য বলছে, মনোয়ার মুন্নার প্রায়ই ভবনের দেয়ালে (নিচে) নাম ফলক ছিল ও কিছু ভবন তার স্ত্রী সৈয়দ জোহরা নামে। তবে, গত বছরের ৫ আগস্টের পর ভবনগুলো থেকে তিনি ফলক সড়িয়ে ফেলেছেন। মালিবাগ, গুলবাগ, খিলগাঁও এলাকায় এক অনুসন্ধানেও একই তথ্য পাওয়া গেছে।

তথ্যমতে, দেড় যুগ আগে দুই কাঠা জমি (গুলবাগ) কিনেছিলেন মনোয়ার মুন্না। ওই জমির ওপর তিনি প্রথম ভবন করেন। স্থানীয় এক রাজনৈতিক ব্যক্তির কাছে থেকে ওই সময় তিন লাখ টাকা ধারও নিয়েছিলেন। তবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়, ১৬ বছরের ব্যবধানে মনোয়ার মুন্না পাল্টে গেছেন। এখন জমি, বাড়ি ও গাড়ি, কার্গো জাহাজ ইত্যাদি মিলে হাজার কোটি টাকার অঢেল সম্পত্তির মালিক মনোয়ার হোসেন মুন্না। মূলত এইসব সম্পদ বিভিন্ন রকম জাল জালিয়াতি, শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে দলিল সম্পাদন, অপহরণ, বলপ্রয়োগ ও প্রতারণা করে বিভিন্ন কায়দায় অর্জন করে। তার এই সব অবৈধ সম্পদের ব্যাপারে দুদুকে ২৭/০৯/২০২৩ ইং তারিখে অভিযোগ ও জমা পড়ে।

কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করে সে সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকে।

৪৪১ মালিবাগ (পাওয়ার হাউজ) এ ভবন মনোয়ার মুন্না বলে জানা গেছে। সূত্র আরো জানায়, ওই ভবনের নিচ তলা ব্যবহার হয় ঢাকা দক্ষিণ ছাত্রলীগের গোপন অফিস হিসেবে । গত বছরের জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমাতে ওই ভবন (৪৪১ মালিবাগ) থেকে কার্যক্রমও চালানো হয়েছে।

একাধিক মামলার আসামি পলাতক মোঃ মনোয়ার হোসেন ওরফে মুন্না এখনো প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন সর্বত্র। তবে পুলিশের দাবি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

গত ১৫ অক্টোবর ২০২৪ ইং তারিখে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ ৮ নং আমলী আদালতে এ মামলাটি করেন নিহতের মা সুফিয়া বেগম। মামলার নাম্বার : ২৩৭/২৪। মামলার বাদী নিহতের মা সুফিয়া বেগম আসামি মনোয়ার হোসেন মুন্না প্রকাশ্যে ঘুরে বেড়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায়। মামলার বাদী হত্যার দ্রুত বিচার দাবি করছে।

উল্লেখ্য যে, মো: মনোয়ার হোসেন ওরফে মুন্না উক্ত মামলার এজাহার ভুক্ত ১০ নং আসামী ও তাহার পুত্র ছাত্রলীগ নেতা আবরার খান তাহমিদ ১১ নং আসামি। তাছাড়া তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা রয়েছে।

(আরআর/এএস/জুন ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test