E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা 

২০২৫ জুন ১৯ ১৭:৩৫:৫৫
ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে। আইন-শৃঙ্খলা কমিটির উক্ত সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার ফরিদপুরের উপ পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বেএ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, ফরিদপুর জেলা এনএসআইয়ের উপ পরিচালক ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ‌ শামসুল আজমফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান,আনসার অ্যাডজুডেন্ট রতন কুমার দাস, ফরিদপুর জেল সুপার নজরুল ইসলাম, মাদকদ্রব্য অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাশেম আলী, রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ওবায়দুর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা সভায় বক্তারা গত মে মাসের আইনশৃঙ্খলা বিভিন্ন দিক তুলে ধরে রচনা করেন। এবং আগামীতে আইনশৃঙ্খলা উন্নতিতে আরো করণীয় আলোচনা করেন।

বক্তারা বলেন " মে ২০২৫ এ খুন, চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড আগের মাসগুলোর চাইতে তুলনামূলকভাবে কমেছে।

সড়ক দুর্ঘটনা কমাতে প্রতিমাসে দুইবার বা তার বেশি গাড়ি চালকদের ডোপটেস্টের সংখ্যা বাড়ানো, ফরিদপুরের সকল অটোরিক্সাগুলোকে একটি নিবন্ধনের আওতায় নিয়ে আসা, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে, এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা , মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ১৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং এ বিষয়ে মামলার সংখ্যা ৩৬ টি এবং ৩৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে মাদকের বিরুদ্ধে স্পেশাল অভিযান পরিচালনা

রাস্তার পাশে অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করে সে অনুযায়ী উচ্ছেদ ব্যবস্থা গ্রহণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহের দাম সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা, এসিড নিয়ন্ত্রণে লাইসেন্সগুলোর ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। বাল্যবিবাহ বন্ধে উপজেলা পর্যায়ে আরও বিশেষ নজরদারি করার ‌ বিষয়ে আলোচনা করা হয়।

(ডিসি/এএস/জুন ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test