E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালকিনিতে পৃথক ঘটনায় দুই শিশু নিখোঁজ 

২০২৫ জুন ১৯ ১৭:৫৫:১৪
কালকিনিতে পৃথক ঘটনায় দুই শিশু নিখোঁজ 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে পর পর দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর পর্যন্ত দুই শিশুর কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। 

নিখোঁজ শিশুরা হলেন মাদারীপুরের কালকিনি পৌর এলাকার কাশিমপুর গ্রামের সৌদি আরব প্রবাসী নাসির মৃধার মেয়ে নাছিমা আক্তার (৮)।

অপর নিখোঁজ হচ্ছেন কালকিনি উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর জায়গির গ্রামের দুবাই প্রবাসী রেজাউল করিম বাবুর মেয়ে ইসরাত (৮)। তারা দুজনেই স্থানীয় মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ জুন) রাতে কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামের সৌদি আরব প্রবাসী নাসির মৃধার মেয়ে নাছিমা আক্তার। সে তার মা ময়না বেগমের সাথে প্রতিবেশি শিপন বেপারীর গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। বান্ধবীদের সাথে নেচে গেয়ে সময় কাটায় নাছিমা। পাশেই নানী আয়মুন নেছার ঘরে মেয়েকে ঘুমাতে বলে মা রাত ১১টার দিকে নিজ বাড়িতে চলে যান। এরপরই নিখোঁজ হয় নাছিমা। এই ঘটনায় কালকিনি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার ছয়দিন হলেও এখনও শিশুটির কোন সন্ধান মেলেনি।

নাছিমার খালা সাবিনা বেগম বলেন, গায়ের হলুদের অনুষ্ঠান থেকে আমার ভাগিনিকে কে বা কারা নিয়ে গেছে কিংবা কেউ ষড়যন্ত্র করে মেরে ফেলেছে কিনা, কিছুই বলতে পারছিনা। আমরা এই ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি।

এদিকে গত বুধবার (১৮ জুন) সকালে মাদ্রাসায় যাবার পথে কালকিনি উপজেলা ল²ীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর জায়গির গ্রামের দুবাই প্রবাসী রেজাউল করিম বাবুর মেয়ে ইসরাত নিখোজ হয়। ঐ শিশুটিকেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ ‎ইসরাতের বাবা রেজাউল করিম বাবু মোবাইল ফোনে বলেন, আমার মেয়ে মাদ্রাসায় যাবার পথে নিখোঁজ হয়েছে। তাই আমি বিদেশ থেকে দ্রুত চলে আসতেছি।

‎কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা বলেন, নাছিমার নিখোঁজের ব্যাপারে এখনও কোন খোজ পাওয়া যায়নি। তবে তার ব্যাপারে পুলিশ কাজ করছে। তবে লক্ষ্মীপুরের মাদ্রাসার ছাত্রী ইসরাত নিখোঁজের ব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এএস/জুন ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test