E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পঞ্চগড়ে সেনা অভিযান, জাল ডলারসহ আটক ৬

২০২৫ জুন ১৯ ১৯:৩৯:৪৯
পঞ্চগড়ে সেনা অভিযান, জাল ডলারসহ আটক ৬

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে সেনাবাহিনীর এক অভিযানে ৮০ হাজার জাল ইউএস ডলারসহ কেনাবেচা চক্রের ৬ সদস্যকে আটক করেছে পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাগদহ দিলালপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন ডিপজল (৪২), একই গ্রামের মইনুল ইসলামের ছেলে ইয়াসিন আলি (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে সোহেল ইসলাম (৩৪), একই গ্রামের মৃত প্রভাতের ছেলে রমেশচন্দ্র বর্মন (৩৫), বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের মৃত হামিদুল হকের ছেলে ও সাবেক মেম্বার মোজাম্মেল হক (৫৫) এবং পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ গ্রামের সুলতান আলীর ছেলে হোসেন আলী বাবু (৩৬)।

পঞ্চগড় সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে তাদের জাল ডলারসহ আটক করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বাংলাদেশী টাকায় ৯৭ লাখ ৭৯ হাজার ২৮০ টাকা মূল্যের জাল ডলার,মোবাইলফোন, মাদকদ্রব্য সেবনের আলামত ও একটি মোটরসাইকেল।

সেনাবাহিনী জানায়, গোয়েন্দা রিপোর্ট ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে একটি মাইক্রোবাসের গতিরোধ করে গাড়িতে থাকা আনোয়ার হোসেন ডিপজল, ইয়াসিন আলী, সোহেল ইসলামকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে ভিত্তিতে রমেশচন্দ্র বর্মন, সাবেক মেম্বার মোজাম্মেল হক ও হোসেন আলী বাবুকে শহরের সিনেমাহল রোড এলাকায় থেকে আটক করা হয়েছে।জাল ডলার গুলো কোথা থেকে আনা হয়েছে তা জানা না গেলেও সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাল ডলার গুলো তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নে নিয়ে গিয়ে এক ব্যক্তির মাধ্যমে ভারতে পাঁচার করার কথা ছিল।

এ বিষয়ে পঞ্চগড় আর্মি ক্যাম্পের মেজর মেহেদী পিয়াস জয় বলেন, 'আটকৃত চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে পঞ্চগড়ে নকল টাকা ও ডলারের ব্যবসা পরিচালনা করে আসছিল।তারা বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরে এবং পাশ্ববর্তী দেশে অবৈধ ভাবে এই ডলার বিক্রি করতো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে তারা ধরা পড়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নির্মূলে আপনাদের সহযোগিতা কামনা করছি।'

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, 'সেনাবাহিনী জাল ডলারসহ ৬ জনকে থানায় হস্তান্তর করেছে।তাদের জব্দকৃত আলামতও আইনগত প্রক্রিয়ায় জমা করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হবে।

(এআর/এএস/জুন ১৯, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test