E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

২০২৫ জুন ২০ ১৫:০৬:১৪
কুষ্টিয়ায় সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

কু‌ষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বালু ভ‌র্তি ট্রাকের ধাক্কায় না‌হিদুল ইসলাম রুপল (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শহরতলীর লা‌হিনী বট‌তলা এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত না‌হিদুল ইসলাম রুপল কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার এলাকার আইয়ুব ইসলামের ছেলে।

তিনি কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে না‌হিদুল ইসলাম রুপল মোটরসাইকেল যোগে কুমারখালী থেকে বা‌ড়ির উদ্দেশ্যে ফির‌ছিলেন। এসময় পথেমধ্যে লা‌হিনী বটতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে এক‌টি বালু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় চালক ও তার সহযোগী ট্রাক ফেলে পা‌লিয়ে যায়।

না‌হিদু‌ল ইসলা‌ম রুপলের মৃত‌্যুর খবর ছ‌ড়িয়ে পড়লে কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির আহবায়ক কুতুব উদ্দিন আহ‌মেদ, সদস‌্য সচিব প্রকৌশ‌লী জা‌কির হোসেন সরকারসহ বিএন‌পির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মোশাররফ হোসেন বলেন, মরদেহটি ঘটনাস্থল‌ থেকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে। এঘটনায় ট্রা‌কটিকে জব্দ করা হয়েছে।

(এমএজে/এএস/জুন ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test