E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

২০২৫ জুন ২০ ১৫:৫৬:০৬
কাপ্তাইয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি কাপ্তাইয়ে অবস্থিত  বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

"কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে" হে প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২০ জুন) সকাল ১০ টায় বিএসপিআই এর সিভিল-উড-টেকনোলজি বিভাগ এ সেমিনার শুরু  হয়ে দুপুর সাড়ে ১২ টা দিকে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,  বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন। 

এসময় তিনি বলেন, আজকের সেমিনারে আমরা ধর্মীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছি এই কারনে কারিগরি শিক্ষার সুফল কি সেটা যেন সবার ঘরে ঘরে পৌছিয়ে দিতে পারে।
আগামী তরুণ প্রজন্মকে যদি কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মক্ষম করতে না পারি তাহলে দেশ এগুতে পারবে না। বিশ্বের উন্নয়ন দেশ যেমন চীন কারিগরি শিক্ষায় অনেক এগিয়ে। আমরা সকলে নিজেদের জায়গা হতে কাজ করে কারিগরি শিক্ষাকে একটি বিশ্বমানে পৌঁছাতে পারি। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী আনোয়ারুল কবির এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো: আবুল কালাম আজাদ, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস এবং বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর লেফটেন্যান্ট রাশেদুর রহমান বিএন।
এর আগে সেমিনারে বিষয়ের উপর একটি পেপার উপস্থাপন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী ফারুক রেজা।

সেমিনারের সমন্বয়কারী ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ মোঃ আনোয়ার হোসেন।

সেমিনারে বিভিন্ন কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, মাদ্রাসার ইমাম, সরকারি বেসামরিক পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক, বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

(আরএম/এএস/জুন ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test