E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী মুফতী মফিজ

২০২৫ জুন ২০ ১৭:৩৩:৩৭
পাবনা-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী মুফতী মফিজ

চাটমোহর প্রতিনিধি : পাবনা-৩ আসনে দলীয় এমপি প্রার্থী হিসেবে মুফতী মাওলানা মোঃ মফিজ উদ্দিন এর নাম ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে চাটমোহর উপজেলার মাদ্রাসায়ে আবু হুরাইরা (রা.) ও মথুরাপুর মনজুর রহমান এতিমখানায় সাংগঠনিক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার আমির মুফতি ওয়ালী উল্লাহ, সেক্রেটারি মাওলানা বাহারুল ইসলাম, ফরিদপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুন্নাফ, ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, চাটমোহর উপজেলা শাখার সভাপতি এবং মাদ্রাসায়ে আবু হুরাইরা (রা.) ও মথুরাপুর মনজুর রহমান এতিমখানার মুহতামিম মুফতী মফিজ উদ্দিন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাটমোহর উপজেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান প্রমুখ।

বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার আমির মুফতি ওয়ালি উল্লাহ বলেন, 'আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের বৈঠকে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সকল নেতাকর্মীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পাবনা-৩ আসনে দলীয় এমপি প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মুফতী মফিজ উদ্দিন এর নাম ঘোষণা করা হয়েছে। এই আসনের সকল সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন সৎ, যোগ্য, খোদা ভীরু ও একজন আলেমে দ্বীনকে নির্বাচিত করে দেশ ও জাতির কল্যাণে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি।'

এক প্রতিক্রিয়ায় মুফতী মফিজ উদ্দিন বলেন, 'আমাকে প্রার্থী হিসাবে বাছাই করায় আমি শুকরিয়া আদায় করছি বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা কমিটির নেতৃবৃন্দ ও এই আসনে সকল নেতাকর্মী ওলামায়ে একরামদের প্রতি। সবার কাছে দোয়া চাই আমি যেন কোরআন-সুন্নাহর আলোকে এই আসনকে সুন্দর করে সাজাতে পারি। যেভাবে সাহাবায়ে একরাম খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন। যে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য মহানবী (সা.) এই পৃথিবীতে আগমন করেছিলেন। আমি যেন পাবনা-৩ আসনে চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর উপজেলায় প্রকৃত সেই খেলাফত প্রতিষ্ঠিত করতে পারি সেজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।'

(এসএইচ/এসপি/জুন ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test