E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাজ সন্তোষ জনক না হলেই বিল বন্ধ ঘোষণা ইউএনওর

২০২৫ জুন ২০ ১৮:১৬:৫১
কাজ সন্তোষ জনক না হলেই বিল বন্ধ ঘোষণা ইউএনওর

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : চলমান ও সমাপ্ত উন্নয়ন কাজের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

নলচিড়া ইউনিয়নের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের চলমান ও সমাপ্ত উন্নয়ন প্রকল্প গত ১৯ জুন দিনভর পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রিফাত আরা মৌরি যোগদানের পর থেকেই উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার সকল চলমান ও সমাপ্ত কাজ নিজে পরিদর্শন করে বিল প্রদান করেন। উন্নয়ন কাজ সন্তোষজনক না হলে বিল না দিয়ে পুনরায় কাজ করার আদেশ দেন।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, উপজেলা ও পৌরসভায় বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে বিভিন্ন দপ্তরের প্রধানগণকে, গণমাধ্যম কর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে প্রকল্প পরিদর্শন করা হচ্ছে। সবার মতামতে এসব কাজ সন্তোষজনক হলে ঠিকাদার অথবা সিপিসিকে বিল প্রদান করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি উন্নয়ন কাজ সন্তোষজনক না হলে বিল প্রদান বন্ধ রেখে পুনরায় কাজ সঠিকভাবে করার জন্য নির্দেশ প্রদান করা হবে। উপজেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

(টিবি/এসপি/জুন ২০, ২০২৫

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test