E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দৈনিক পত্রদূত সম্পাদক স ম আলাউদ্দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

২০২৫ জুন ২০ ১৮:১৯:৪৪
দৈনিক পত্রদূত সম্পাদক স ম আলাউদ্দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দৈনিক পত্রদূত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে আজ শুক্রবার সকালে আলোচনা সভার শুরুতে স ম আলাউদ্দীনসহ দেশ এবং দেশের বাইরে মৃত্যুবরণকারী সকল সাংবাদিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যেসব সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তাঁদের মধ্যে স ম আলাউদ্দীন ছিলেন প্রথম হত্যার শিকার। ১৯৯৬ সালের ১৯জুন তাঁকে নিজের পত্রিকা অফিসে কাটা রাইফেলের গুলিতে হত্যা করেছিল সাতক্ষীরার চিহ্নিত কুচক্রীমহল। স ম আলাউদ্দীনকে হত্যার পর খুনিচক্র থেমে থাকেনি। তাঁর পরিবারকে হুমকি দিয়ে নির্যাতন করে চলেছে। পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। একের পর এক মিথ্যা সাজানো মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।

বক্তারা আরও বলেন, স ম আলাউদ্দীনের হত্যার পর একে একে খুন হয়েছেন যশোরের শামসুর রহমান কেবল, খুলনার হুমায়ুন কবির বালু, মানিক সাহা, হারুণ অর রশিদ খোকন, বেলাল হোসেন, নহর আলী, সাতক্ষীরার চঞ্চল সিংহসহ অনেকে। বক্তারা বলেন, সাংবাদিকদের অনৈক্যের কারণে একজন সাংবাদিক হত্যারও বিচার হয়নি।

বক্তারা আরও বলেন, অগণিত সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন এবং এখনো হচ্ছেন। গণমাধ্যমের স্বাধীনতা আজ ভূলুণ্ঠিত। অথচ দেশের যেকোন গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের ত্যাগ ও ভূমিকা অনন্য। বক্তারা সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

দৈনিক পত্রদূত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর সৃজনশীল মানবিক চিন্তা, চেতনা ও কর্ম সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে ঋদ্ধ করেছে। তিনি ব্যবসা বাণিজ্যের প্রসারে ভোমরা স্থলবন্দর ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স প্রতিষ্ঠা করেছিলেন। শ্রমিকদের স্বার্থে ট্রাক শ্রমিক ইউনিয়ন গঠন করেছিলেন। আধুনিক কর্মমুখী ও কারিগরি শিক্ষার বিকাশে নিজের জমিতে বঙ্গবন্ধু পেশাভিত্তিক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন।

গণমানুষের ভয়সকে জাতির সামনে তুলে ধরতে “দৈনিক পত্রদূত” পত্রিকা প্রতিষ্ঠা স ম আলাউদ্দীন। তিনি ছিলেন একজন সিদ্ধহস্ত শিল্পোদ্যোক্তা। তিনি সাতক্ষীরাসহ গোটা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দিয়ে সুষম উন্নয়নে অবদান রেখেছেন। অর্থনীতির বিকাশে তিনি বিপ্লব ঘটিয়েছিলেন। তাঁকে হত্যা করায় সাতক্ষীরার উন্নয়ন ও অগ্রগতিকে থমকে যায়। তাঁর নীতি, আদর্শ, মননশীল চিন্তা ও কর্ম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, যুগ থেকে যুগান্তরে অম্লান থাকবে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, আর টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক জনতার বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, দৈনিক কাফলার এম ঈদুজ্জামান ইদ্রিস, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, চ্যানেল ৭১ টিভির বরুণ ব্যানার্জি, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ডাঃ মহিদার রহমান, বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ-এর আব্দুস সামাদ, চ্যানেল ডিবিসি’র এম বেলাল হুসাইন, সাংবাদিক আব্দুল মোমিন, জিএম আমিনুল হক, হাবিবুল হাসান, জেলা গণফোরামের সভাপতি আলী নূর খাঁন বাবুল প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাসস ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ।

(আরকে/এসপি/জুন ২০, ২০২৫)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test